আরও পড়ুন- দেশ আর উত্তরপ্রদেশ, দু'টোকে নিরাপদে রাখতে পারে একমাত্র বিজেপিই: অমিত শাহ
অন্য একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, “যখন ওরা ক্ষমতায় ছিল তখন রাম ভক্তদের ওপর গুলি চালানো হয়েছিল। কাঁওয়ার যাত্রা বাতিল করা হয়েছে। আমরা যখন ক্ষমতায় এসেছি, শ্রী রামলালা বিরাজমানের স্বপ্ন পূরণ হয়েছে, তখন কাঁওয়ারিয়াদের উপর হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়েছে। দীপোৎসব এবং রঙ্গোৎসব উত্তরপ্রদেশের পরিচয়বাহক হয়ে উঠেছে।" আদিত্যনাথ অযোধ্যায় ‘কর সেবক’দের উপর গুলি চালানোর কথা উল্লেখ করেন, সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মাসের শুরুর দিকেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মূল ধর্মীয় জনসংখ্যাকে উল্লেখ করে ৮০ বনাম ২০-র লড়াইয়ের উল্লেখ করেছিলেন।
advertisement
আরও পড়ুন- হেলিকপ্টার আটকে রেখে যেতে দেওয়া হচ্ছে না, দিল্লিতে অভিযোগ অখিলেশের
যোগীর বক্তব্য ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনটি (Uttar Pradesh Assembly Poll 2022) ৮০ বনাম ২০-র এবং এই ৮০ শতাংশ ভোটার বিজেপির সঙ্গেই রয়েছে। এর আগে আদিত্যনাথ অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদবকে ‘আব্বাজান’ বলে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Poll 2022) যত ঘনিয়ে আসবে রাজনৈতিক নেতাদের ভাষার মেরুকরণ আরও স্পষ্ট হবেই।