Akhilesh Yadav: হেলিকপ্টার আটকে রেখে যেতে দেওয়া হচ্ছে না, দিল্লিতে অভিযোগ অখিলেশের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Akhilesh Yadav: অখিলেশ যাদব ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। মুজফ্ফরনগরে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথাও ছিল তাঁদের।
#লখনউ: তাঁর হেলিপকপ্টার উড়তে দেওয়া হচ্ছে না। তাঁকে আটকে রাখা হচ্ছে দিল্লিতেই। প্রচারে অংশ নিতে পারছেন না তিনি। অভিযোগ করলেন সপা প্রধান অখিলেশ যাদব ( Akhilesh Yadav )। উত্তরপ্রদেশ নির্বাচনের কারণে তিনি সারা রাজ্য ঘুরে প্রচার করছেন। কিন্তু তাঁর ( Akhilesh Yadav) অভিযোগ, তাঁকে আটকে রাখা হচ্ছে কৌশলে। দিল্লি থেকে উড়তে পারছে না তাঁর কপ্টার।
শুক্রবার হিন্দিতে একটি ট্যুইট করেন অখিলেশ। সেখানে বলেন, কোনও কারণ না দেখিয়েই আমার কপ্টার আটকে রাখা হয়েছে দিল্লিতে। কোনও কারণ নেই, তাও আমাকে যেতে দেওয়া হচ্ছে মুজফ্ফরনগরে। যেখানে বিজেপি-র নেতা দিল্লি থেকে চলে গিয়েছেন সেখানে। কপ্টারেই গিয়েছেন তিনি। পরাজিত বিজেপি ষড়যন্ত্র করছে।
advertisement
advertisement
অখিলেশ যাদব ( Akhilesh Yadav) ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। মুজফ্ফরনগরে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথাও ছিল তাঁদের। কিন্তু এই কারণে তিনি সেখানে যেতে পারছেন না বলেই জানিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান। এ দিকে উত্তরপ্রদেশ নির্বাচনের ৯১ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।
advertisement
বিজেপির সেই ঘোষিত তালিকায় স্থান হয়েছে ১৩ জন মন্ত্রীর। অযোধ্যার জয়ী বিধায়ককেও টিকিট দেওয়া হয়েছে। যে মন্ত্রীরা তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে সিদ্ধার্থনাথ সিং, নন্দগোপাল গুপ্ত, এ ছাড়া কৃষি মন্ত্রী সূর্ষপ্রতাপ শাহী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 5:32 PM IST