Amit Shah in Mathura: দেশ আর উত্তরপ্রদেশ, দু'টোকে নিরাপদে রাখতে পারে একমাত্র বিজেপিই! মথুরায় জানালেন অমিত শাহ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Amit Shah in Mathura: বৃহস্পতিবার মথুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনও ব্যক্তি বা দলকে না বেছে আসন্ন নির্বাচনে দেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
#মথুরা: দেশ এবং উত্তরপ্রদেশ, দু’টিকে নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র বিজেপি সরকারই (BJP government)! বৃহস্পতিবার মথুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Mathura) তাই কোনও ব্যক্তি বা দলকে না বেছে আসন্ন নির্বাচনে দেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অমিত শাহ (Amit Shah) আরও জানিয়েছেন, উত্তরপ্রদেশ নির্বাচন (UP election) বিধায়ক, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তৈরির নয় বরং দেশের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।
মথুরায় (Amit Shah in Mathura) বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার আগে বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারী মন্দির (Shri Banke Bihari Temple) পরিদর্শন করেন অমিত শাহ। সেখানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Samajwadi Party chief Akhilesh Yadav) কড়া আক্রমণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে “চুল্লু ভর পানি মে ডুব মরো” বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ সাফ জানিয়েছেন আইনের বিষয়ে প্রশ্ন তোলার বা কথা বলার অধিকার নেই অখিলেশের। “রাম মন্দির কি অন্য কোন সরকারের অধীনে তৈরি হত?” প্রশ্ন তুলেছেন অমিত শাহ।
advertisement
advertisement
অমিত শাহ (Amit Shah in Mathura) নিজের ভাষণে জাতীয় নিরাপত্তার ইস্যুটিকে তুলে ধরে বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ছাড়া অন্য কোনো সরকারই উত্তরপ্রদেশ ও দেশকে নিরাপত্তা দিতে পারে না।” “কোই অউর কাশ্মীর কো সমহাল সকতে হ্যায় ক্যায়া?” প্রশ্ন তোলেন অমিত শাহ। “আগে, আলিয়া, মালিয়া, জামালিয়া এসে আমাদের সৈন্যদের হত্যা করত। দেশের নিরাপত্তা আগে আতঙ্কের মুখে ছিল। একজন এসপি নেতা বলেছিলেন কেন আমাদের সীমান্তে কাঁটাতার দেওয়া দরকার? এখন চিন্তা করবেন না, ‘আব পারিন্দা ভি পার না মার সকতা’, বিজেপি সরকার কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দিয়েছে তা উল্লেখ করে জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মথুরা আর বৃন্দাবন এই দুই শহর লক্ষ লক্ষ মানুষের ভক্তির স্থল। ২০১৪, ২০১৭ এবং ২০১৯ নির্বাচনে সবসময় বিজেপিকে ভোট দেওয়ার জন্য তিনি উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলকে ধন্যবাদ জানান তিনি। পাঁচ বছর আগে কীভাবে অপরাধীরা উত্তরপ্রদেশে রাজত্ব করত আর মহিলাদের নিরাপত্তা বলে কিছুই ছিল না তার উল্লেখ করে তিনি আরও জানান, এসপি এবং বিএসপি সরকার চিরকালই একটি বিশেষ বর্ণের পক্ষে কাজ করেছে। কিন্তু বিজেপি সরকার সকলের জন্য কাজ করেছে।
advertisement
“সরকার যদি অখিলেশের হাতে থাকে অপরাধীদের রাজত্ব হবে এই রাজ্য। তিনি বলছেন বিনামূল্যে বিদ্যুৎ দেবেন! আপনি যখন নিজের শাসনের সময় বিদ্যুৎই দিতে পারেননি, তখন বিনামূল্যে কীভাবে দেবেন? এসপি-বিএসপি শাসনের দশ বছরে, আখের বকেয়া হিসাবে ৫৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। আমরা গত পাঁচ বছরে ১.৪৮ লক্ষ কোটি টাকা দিয়েছি,” বলেন অমিত শাহ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 3:26 PM IST