TRENDING:

Sonia Gandhi: নাগরিক হওয়ার আগেই ভোটার হওয়ার অভিযোগ, সনিয়া গান্ধির বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন খারিজ

Last Updated:

নারাঙ্গ সওয়াল করেন, ‘‘কেন নাম বাদ দেওয়া হয়েছিল, তার কারণ কোথাও পাওয়ার যায়নি৷ তাঁর নাম ভোটার তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনকে সেই সময় কোন নথি দেওয়া হয়েছিল?’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিনি নাকি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভারতীয় ভোটার হয়ে গিয়েছিলেন৷ এমন অভিযোগ এনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়েছিলেন জনৈক ব্যক্তি৷ তাঁর সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লির একটি আদালত৷
News18
News18
advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিকাশ ত্রিপাঠী নামের ওই ব্যক্তি তথা আবেদনকারীর দাবি ছিল, সনিয়া গান্ধির নাম নয়াদিল্লি কেন্দ্র থেকে ১৯৮০ সালের ভোটার তালিকাভুক্ত ছিল৷ অথচ, তার ৩ বছর পরে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন৷

ত্রিপাঠীর আইনজীবী পবন নারাঙ্গ আদালতে সওয়াল করেন, ভারতীয় ভোটার হওয়ার জন্য ভারতীয় নাগরিক হওয়া আগে প্রয়োজন৷ তিনি অভিযোগ করেন, সেই সময় সনিয়া গান্ধির নাম ভোটার তালিকাভুক্ত থাকার অর্থ কর্তৃপক্ষের সাথে জালিয়াতি ও প্রবঞ্চনা করা৷

advertisement

আরও পড়ুন: ভারতের সাথে ‘যোগ’, এখান থেকেই সব…! জানেন কুলমান ঘিসিং-কে কেন পছন্দ নেপালের Gen Z-র

পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, নারাঙ্গ আদালতে জানিয়েছে, ১৯৮০ সালে সনিয়া গান্ধির বাড়ির ঠিকানা রেশন কার্ড এবং পাসপোর্টের উপরে ভিত্তি করে করা হয়েছিল৷ তিনি আরও জানান যে, ১৯৮২ সালে নির্বাচন কমিশন তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেন৷ সেই সময় নাম বাদ দেওয়া হয়েছিল সঞ্জয় গান্ধিরও৷ তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তখন৷ ফের ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরে সনিয়া গান্ধির নাম ভোটার তালিকায় ওঠে৷

advertisement

নারাঙ্গ সওয়াল করেন, ‘‘কেন নাম বাদ দেওয়া হয়েছিল, তার কারণ কোথাও পাওয়ার যায়নি৷ তাঁর নাম ভোটার তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনকে সেই সময় কোন নথি দেওয়া হয়েছিল?’’

আরও পড়ুন: কাজের লোকের বীভৎস কীর্তি! প্রথমে মাথায় প্রেশার কুকার দিয়ে মার, তারপর ছুরি-কাঁচি নিয়ে..! হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে

advertisement

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫ (৪) ধারা অনুযায়ী সনিয়া গান্ধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়াণা জারির আবেদন করা হয়েছিল৷ যা গৃহীত হলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হত৷ আবেদনকারী এই বিষয়ে পুলিশে এফআইআর দায়ের করে জালিয়াতির অভিযোগে তদন্তের আর্জি জানিয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

কিন্তু, তাঁর আবেদন খারিজ করে আদালত জানায় সনিয়া গান্ধির বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: নাগরিক হওয়ার আগেই ভোটার হওয়ার অভিযোগ, সনিয়া গান্ধির বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন খারিজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল