আরও পড়ুন- ১৫ সেকেন্ড তাকিয়ে থাকুন এই তোতাপাখির চোখের দিকে, নিজেই দেখুন তাজ্জব এই বদল!
সূর্যগ্রহণ আসলে কী?
যখন চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে সঠিক সময়ে চলে আসে তখনই সূর্যগ্রহণ ঘটে। ফলস্বরূপ, চাঁদ সূর্যকে কিছুটা আড়াল, সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। এই পুরো ঘটনাটিকেই সূর্যগ্রহণ বলা হয়।
advertisement
সূর্যগ্রহণকে চার ভাগে ভাগ করা হয়: পূর্ণগ্রাস, বলয়গ্রাস, আংশিক এবং হাইব্রিড। ২০২২ সালে চারটি গ্রহণ ঘটবে, দু’টি আংশিক সূর্যগ্রহণ এবং দু’টি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। প্রতিটি সূর্যগ্রহণ শুধুমাত্র একটি নির্দিষ্ট অবস্থান থেকেই দেখা যায়.
আরও পড়ুন- মনের বয়স কত আপনার? বৃদ্ধ নাকি তরুণী কী চোখে পড়ছে প্রথম তাই বলে দেবে আসল সত্যি!
সময়
সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এবং ভারতীয় সময় (IST) অনুযায়ী বিকেল ৪:০৭ এ শেষ হবে। তবে ভারতে তা দেখা যাবে না।
EarthSky.org এর মতে, গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল ৪:৪১ নাগাদ, যখন চাঁদের ছায়ার শঙ্কুর অক্ষ পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে আসবে। গ্রহণ স্থায়ী হবে তিন ঘণ্টা বাহান্ন মিনিট। এটি একটি আংশিক সূর্যগ্রহণ।
যদিও অনেকেই খালি চোখে সূর্যগ্রহ দেখতে পছন্দ করেন, তবে বিজ্ঞানীদের পরামর্শ প্রতিরক্ষামূলক চশমা, দূরবীন, বক্স প্রজেক্টর বা টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখাই উচিত।
চাঁদের পৃথিবী থেকে সবচেয়ে দূরে যখন অবস্থান করে, সেই অবস্থানটিকে বলা হয় অ্যাপোগি। চাঁদ এই অবস্থানে পৌঁছনোর মাত্র চার দিন আগেই ঘটবে গ্রহণটি।