Viral Optical Illusion: মনের বয়স কত আপনার? বৃদ্ধ নাকি তরুণী কী চোখে পড়ছে প্রথম তাই বলে দেবে আসল সত্যি!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Know Your Mental Age: এই অপটিক্যাল ইলিউশন আপনার মানসিক বয়স নির্ধারিত করে। মানসিক বয়স অর্থাৎ আপনি কীভাবে এই বিশ্বকে দেখছেন।
Viral Optical Illusion about Your Mental Age: এই বিশ্বে ঘটমান নানা বিষয়কে আপনি কীভাবে দেখেন তাই একজন ব্যক্তি হিসাবে আপনার নানা বৈশিষ্ট্য প্রকাশ করে। আমাদের মন যেভাবে প্রশিক্ষিত হয়, যেভাবে বেড়ে ওঠে তার উপর ভিত্তি করেই আমরা কোনও ঘটনা বা বিষয়কে দেখি এবং তা বিশ্লেষণ করার চেষ্টা করি। বিশেষ করে ছবি, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে একটি ছবিতে আপনি কী কী দেখছেন। আপনার সম্পর্কে অজানা অনেক কিছু বলে দিতে পারে কোনও কোনও ছবি।
এখানে রইল একটি অপটিক্যাল ইলিউশন যা দু’টি ভিন্ন উপায়ে দেখা যায় এবং তাতেই আপনার ব্যক্তিত্বের দিক প্রকাশ পায়। আপনি কি এই ছবিতে প্রথমেই কোনও যুবতীকে দেখছেন নাকি একজন বৃদ্ধকে?
advertisement

advertisement
এই অপটিক্যাল ইলিউশন আপনার মানসিক বয়স নির্ধারিত করে। মানসিক বয়স অর্থাৎ আপনি কীভাবে এই বিশ্বকে দেখছেন। ছোট শিশুর চোখ দিয়ে নাকি আরও অভিজ্ঞ পরিপক্ব ব্যক্তির দৃষ্টিকোণ দিয়ে? যদি এই ছবিতে প্রথমেই আপনার চোখে পড়ে কোনও মাথা নীচু করে থাকা মগ্ন বৃদ্ধের দিকে, তার মানে আপনি আপনার চিন্তায় পরিণত।
advertisement
আপনি জীবনের নানা বাঁক পেরিয়েছেন এবং উত্থান-পতনের নানা অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন। আপনি চারপাশের বিশ্বকে দেখতে দেখতেই বড় হয়েছেন এবং এমন অভিজ্ঞতা পেয়েছেন যা আপনাকে একজন পরিণত মনস্ক ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে সাহায্য করেছে। আপনি শান্ত এবং নম্র। আপনি জ্ঞানীও।
যদি ছবিতে প্রথমেই এক তরুণীকে দেখেন, তার মানে আপনি মনের দিক থেকে এখনও শিশুই। এখনও আপনি এক শিশুর কৌতূহলের চোখ দিয়েই পৃথিবীকে দেখেন এবং আপনার অন্তরে নিষ্পাপ এক মানুষ লুকিয়ে রয়েছে।
advertisement
এটি এমন এক বিরল গুণ যা আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগই মানুষই হারিয়ে ফেলে। আমাদের ভেতরকার শিশুটিকে আমরা উপেক্ষা করি, কিন্তু আপনি আপনার ব্যক্তিত্বের এই দিকটি যত্ন করে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি এখনও জীবনের সহজ জিনিসে আনন্দ খুঁজে পান।
দেখুন, কোন ছবিটি আপনার নজরে পড়ল সবার আগে?
Location :
First Published :
April 19, 2022 12:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: মনের বয়স কত আপনার? বৃদ্ধ নাকি তরুণী কী চোখে পড়ছে প্রথম তাই বলে দেবে আসল সত্যি!