Parrot Optical Illusion: ১৫ সেকেন্ড তাকিয়ে থাকুন এই তোতাপাখির চোখের দিকে, দেখুন তাজ্জব এই বদল

Last Updated:

Black and White Parrot Optical Illusion: ১৫ সেকেন্ডের জন্য এই তোতাপাখির চোখের দিকে তাকিয়ে থাকার পরে, ছবিটি সাদা কালো হয়ে যাবে।

অপটিক্যাল ইলিউশন
অপটিক্যাল ইলিউশন
Viral Optical Illusion: চোখ ঠিক আছে তো? এই অপটিক্যাল ইলিউশন দেখে প্রথম মাথায় আসবে এই প্রশ্নটিই। ব্রিটিশ যুক্তরাজ্যের লেনস্টোর সম্প্রতি এই অপটিক্যাল ইলিউশন তৈরি করে ধাঁধাঁ লাগিয়ে দিয়েছে চোখে! রঙ আছে নাকি নেই? এই ধন্দে পড়ে যাবেন সকলেই। ১৫ সেকেন্ডের জন্য এই তোতাপাখির চোখের দিকে তাকিয়ে থাকার পরে, ছবিটি সাদা কালো হয়ে যাবে। কিন্তু আমাদের চোখ তা ভিন্ন ভিন্নভাবেই দেখতে পাবে।
advertisement
চোখের এই বিভ্রম এমন কৌশল যাতে মনে হবে যেন ছবির নীল অংশগুলি গোলাপী এবং গোলাপী অংশগুলি নীল। এর কারণ হচ্ছে, অপটিক্যাল ইলিউশন হল নেগেটিভ ইমেজের একটি উদাহরণ, যার কারণে আপনি যে রঙটি দেখতে পাচ্ছেন সেটি আসল থেকে উল্টে যায় বা বিপরীত হয়ে যায়।
advertisement
আফটার ইমেজ হল এক ধরনের অপটিক্যাল ইলিউশন যেখানে মূল ছবির এক্সপোজার শেষ হয়ে যাওয়ার পরেও ছবি দেখা যেতে থাকে।
দেখবেন, এর আগেও হয়তো এমন হয়েছে যে টানা অনেকক্ষণ ধরে কিছু একটা দেখছেন, চোখ সরিয়ে নেওয়ার পরেও সেই ছবিটিই বা অবয়বটিই কিছুক্ষণ দেখা যায়।
দু’টি মূল আফটার ইমেজ হয়: পজিটিভ এবং নেগেটিভ।
advertisement
পজিটিভ আফটার ইমেজ হল, আপনি যে রঙটি প্রথমে দেখছিলেন সেই একই রঙটি এখনও দেখা যায়, এমনকি আলো নিভে যাওয়ার পরেও বা আপনি চোখ বন্ধ করে নেওয়ার পরেও।
তখনও ছবিটিকে তার আসল রঙে দেখতে পারার কারণ হল রেটিনার কিছু কোষ উদ্দীপিত হওয়ার পরে কিছুক্ষণের জন্য মস্তিষ্কে সংকেত পাঠাতেই থাকে।
advertisement
নেগেটিভ আফটার ইমেজে, আপনি যে রঙটি দেখছেন সেটি মূল ছবি থেকে উল্টে বা বিপরীত হয়ে যেতে পারে। ঠিক উপরে দেখা তোতাপাখির মতোই। এর কারণ হল রড এবং শঙ্কু, যা রেটিনার অংশ তা অতিরিক্ত উদ্দীপিত হয় এবং সংবেদনশীলতা হারিয়ে যায়।
আপনি কোন রং দেখছেন এই ছবিতে?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Parrot Optical Illusion: ১৫ সেকেন্ড তাকিয়ে থাকুন এই তোতাপাখির চোখের দিকে, দেখুন তাজ্জব এই বদল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement