TRENDING:

Sariska Tiger Reserve Fire : বিধ্বংসী আগুনের গ্রাসে সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে জলবর্ষণ

Last Updated:

Sariska Tiger Reserve : ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর : আগুনের গ্রাসে রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্প (Sariska Tiger Reserve)৷ এই অরণ্যের প্রায় ১০ বর্গকিমি অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সোমবার থেকে৷ আধিকারিকরা জানিয়েছেন, ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তন জুড়ে এখন আগুনের গ্রাসে৷ ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷
Sariska Tiger Reserve Fire
Sariska Tiger Reserve Fire
advertisement

যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকা৷ অরণ্যের এই অংশে সে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়ায়৷ বিশেষজ্ঞের ধারণা, এই পরিস্থিতিতে দমবন্ধ হয়ে পড়তে পারে সেটি৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ এই অরণ্যভূমি থেকে ৪৩ কিমি দূরে রয়েছে সিলিসেরহ সরোবর৷ সেখান থেকেই জল এনে তা বর্ষণ করা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের উপরে৷ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন : লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!

আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে খারকিভে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের

আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

আরাবল্লি পাহাড় এবং এর সঙ্কীর্ণ উপত্যকা জুড়ে বিস্তৃত সরিস্কা অরণ্য৷ ফলে এই অরণ্য অনেক বেশি শুষ্ক৷ এখানে বাঘের পাশাপাশি আছে লেপার্ড, বন্য কুকুর, বনবিড়াল, হায়না এবং শিয়াল৷ গত বছর ডিসেম্বরে দেশের বাঘশুমারি বলছে ২০২১ সালে ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে৷ গত এক দশকে এই সংক্রান্ত তথ্য নেওয়া শুরুর পর থেকে এই হার সর্বোচ্চ বলে জানা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sariska Tiger Reserve Fire : বিধ্বংসী আগুনের গ্রাসে সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে জলবর্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল