TRENDING:

Sariska Tiger Reserve Fire : বিধ্বংসী আগুনের গ্রাসে সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে জলবর্ষণ

Last Updated:

Sariska Tiger Reserve : ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর : আগুনের গ্রাসে রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্প (Sariska Tiger Reserve)৷ এই অরণ্যের প্রায় ১০ বর্গকিমি অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সোমবার থেকে৷ আধিকারিকরা জানিয়েছেন, ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তন জুড়ে এখন আগুনের গ্রাসে৷ ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷
Sariska Tiger Reserve Fire
Sariska Tiger Reserve Fire
advertisement

যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকা৷ অরণ্যের এই অংশে সে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়ায়৷ বিশেষজ্ঞের ধারণা, এই পরিস্থিতিতে দমবন্ধ হয়ে পড়তে পারে সেটি৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ এই অরণ্যভূমি থেকে ৪৩ কিমি দূরে রয়েছে সিলিসেরহ সরোবর৷ সেখান থেকেই জল এনে তা বর্ষণ করা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের উপরে৷ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন : লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!

আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে খারকিভে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের

আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

আরাবল্লি পাহাড় এবং এর সঙ্কীর্ণ উপত্যকা জুড়ে বিস্তৃত সরিস্কা অরণ্য৷ ফলে এই অরণ্য অনেক বেশি শুষ্ক৷ এখানে বাঘের পাশাপাশি আছে লেপার্ড, বন্য কুকুর, বনবিড়াল, হায়না এবং শিয়াল৷ গত বছর ডিসেম্বরে দেশের বাঘশুমারি বলছে ২০২১ সালে ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে৷ গত এক দশকে এই সংক্রান্ত তথ্য নেওয়া শুরুর পর থেকে এই হার সর্বোচ্চ বলে জানা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sariska Tiger Reserve Fire : বিধ্বংসী আগুনের গ্রাসে সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে জলবর্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল