সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিম্হা। প্রধান বিচারপতি শুনানিতে বলেন “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।”
আরও পড়ুন: পায়ে দেখা দেয় হাই কোলেস্টেরলের উপসর্গ…! কী ভাবে বুঝবেন? চিনে নিন লক্ষণগুলি
advertisement
নয়াদিল্লি : সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে। এই মামলায় মোট ৪টি রায় আছে।
সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিম্হা। প্রধান বিচারপতি শুনানিতে বলেন “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।”
প্রধান বিচারপতি আরও বলেন, “সমলিঙ্গ সম্পর্ক শুধুমাত্র শহরাঞ্চলে আটকে নেই। পরিস্থিতি হল, গ্রামাঞ্চলেও সমলিঙ্গ সম্পর্ক হয়। বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা উচিত কিনা সেটি সংসদের ভেবে দেখা উচিত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে থাকে সেই ব্যক্তির জীবনের দিশা বেছে নেওয়া। যা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মৌলিক অধিকার অর্থাৎ স্বাধীনতার অর্থ হল, কোন ব্যক্তি যেমন হতে চান হতে পারেন। এমন অধিকার না দেওয়ার অর্থ, অপ্রত্যক্ষভাবে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া।”
রাজীব চক্রবর্তী