Gold in mobile phone: বাতিল ফোনেই রয়েছে সোনা! কী ভাবে বার করবেন জানেন? সহজতম পদ্ধতি আবিস্কার করলেন বিজ্ঞানীরা
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Gold in mobile phone: আজকের ডিজিটাল যুগে, প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। পুরনো মোবাইল, ল্যাপটপ, রিমোট, আর নষ্ট সার্কিট বোর্ডগুলিকে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস মনে করে ফেলে দেওয়া হয়। কিন্তু অনেকেই জানেন না, এই e-waste এর মধ্যে লুকিয়ে আছে সোনা।
advertisement
1/7

আজকের ডিজিটাল যুগে, প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। পুরনো মোবাইল, ল্যাপটপ, রিমোট, আর নষ্ট সার্কিট বোর্ডগুলিকে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস মনে করে ফেলে দেওয়া হয়। কিন্তু অনেকেই জানেন না, এই e-waste এর মধ্যে লুকিয়ে আছে সোনা।
advertisement
2/7
পুরনো যন্ত্রে ভিতরে সোনা: বৈদ্যুতিন যন্ত্রপাতির ভিতরে কন্ডাক্টিভিটি ভালো করার জন্য অল্প পরিমাণে সোনা ব্যবহার করা হয়। যদিও একটি ফোনে খুব কম সোনা থাকে, বিজ্ঞানীরা বলছেন, আসল সাফল্য এসেছে এখনকার নতুন পদ্ধতিতে, যেটা দিয়ে অনেক বেশি পরিমাণ বর্জ্য থেকে সহজেই সোনা বের করা যায়।
advertisement
3/7
চিনের গবেষকরা একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটা দিয়ে ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা বার করা যায়। এই আবিষ্কার শুধু পরিবেশের জন্য নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় পরিবর্তন আনতে পারে, কারণ সোনা নিস্কাষণ আগের চেয়ে অনেক সহজ হবে।
advertisement
4/7
গবেষণা অনুযায়ী, ঘরের তাপমাত্রায় ২০ মিনিটের কম সময়ে ওই সোনা বার করা যায়। এই পদ্ধিততে খরচ এখনকার সোনা নিস্কাষণ পদ্ধতিগুলির এক-তৃতীয়াংশ।
advertisement
5/7
গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোনের সিপিইউ আর প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে থেকে ৯৮.২% এর বেশি সোনা বার করা যায়। এই পদ্ধতিতে ৯৩.৪% পর্যন্ত প্যালাডিয়াম, আরও একটি মূল্যবান ধাতু বার করা সম্ভব।
advertisement
6/7
পুরনো সোনা নিস্কাষণ পদ্ধতিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যেটা মানুষের স্বাস্থ্য আর পরিবেশের জন্য বড় ঝুঁকি। এই সমস্যা এড়াতে, চিনা বিজ্ঞানিরা self-catalytic leaching mechanism ভিত্তিক একটা পদ্ধতি তৈরি করেছেন, যাতে ক্ষতিকর রাসায়নিক লাগে না।
advertisement
7/7
এই পদ্ধতিতে potassium peroxymonosulfate (PMS) আর potassium chloride (KCl) এর সহজ solution ব্যবহার করা হয়। এই solution gold বা palladium এর surface এ লাগলে, ধাতু গুলো নিজেরাই reaction শুরু করে। এতে metal atom গুলো solution এ ভেঙে যায়, আর gold সহজেই আলাদা করা যায়। হিসেব অনুযায়ী, ১০ কেজি পুরনো circuit board process করলে প্রায় ১.৪ গ্রাম gold পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Gold in mobile phone: বাতিল ফোনেই রয়েছে সোনা! কী ভাবে বার করবেন জানেন? সহজতম পদ্ধতি আবিস্কার করলেন বিজ্ঞানীরা