SC Verdict On Same Sex Marriage: 'বিশেষ বিবাহ আইনে বদল সংসদ করতে পারবে, আদালত নয়!' সমলিঙ্গ বিবাহ মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SC Verdict On Marriage Equality: সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
নয়াদিল্লি : সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে। এই মামলায় মোট ৪টি রায় আছে।
সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিম্হা। প্রধান বিচারপতি শুনানিতে বলেন “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।”
advertisement
advertisement
নয়াদিল্লি : সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে। এই মামলায় মোট ৪টি রায় আছে।
advertisement
সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিম্হা। প্রধান বিচারপতি শুনানিতে বলেন “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।”
প্রধান বিচারপতি আরও বলেন, “সমলিঙ্গ সম্পর্ক শুধুমাত্র শহরাঞ্চলে আটকে নেই। পরিস্থিতি হল, গ্রামাঞ্চলেও সমলিঙ্গ সম্পর্ক হয়। বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা উচিত কিনা সেটি সংসদের ভেবে দেখা উচিত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে থাকে সেই ব্যক্তির জীবনের দিশা বেছে নেওয়া। যা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মৌলিক অধিকার অর্থাৎ স্বাধীনতার অর্থ হল, কোন ব্যক্তি যেমন হতে চান হতে পারেন। এমন অধিকার না দেওয়ার অর্থ, অপ্রত্যক্ষভাবে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া।”
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
Oct 17, 2023 11:49 AM IST








