দেখা গিয়েছে একটি দ্রুতগতির SUV গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও অন্যান্য গাড়ির উপর উঠে যায়। ধৃত চালকের নাম উসমান এবং পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল এবং প্রায় ৭০ কিমি/ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিল।
advertisement
CCTV ফুটেজে ধরা পড়েছে SUV গাড়িটি কীভাবে একাধিক ব্যক্তিকে ধাক্কা মেরে পালাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের দাবি, ধৃত উসমান একটি মেডিকেল সরঞ্জামের কোম্পানিতে কাজ করত এবং গাড়িটি সেই কোম্পানির মালিকানাধীন।
আরও পড়ুন: কেদারনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু, জেনে নিন ভাড়া ও সম্পূর্ণ বুকিং প্রক্রিয়া
মৃতদের মধ্যে রয়েছেন ৩৭ বছরের অবদেশ পারিক এবং ৫০ বছরের মমতা। আহতদের মধ্যে একজন তিন বছরের শিশু কন্যাও রয়েছে। বর্তমানে সকল আহতদের চিকিৎসা চলছে SMS হাসপাতালে। একই গাড়িটি জয়পুরের এমআই রোড ও গালতা গেট এলাকাতেও দুর্ঘটনা ঘটিয়েছে।
ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বালমুকুন্দ আচার্য এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেন, “এই ঘটনাটি হৃদয়বিদারক। কঠোর ধারায় মামলার দাবি জানাচ্ছি।”