TRENDING:

RJD Tejashwi Yadav: "বিধায়করা তো চাইছেন আমিই মুখ্যমন্ত্রী হই, কিন্তু..." উপমুখ্যমন্ত্রিত্ব বাছার কারণ জানালেন তেজস্বী

Last Updated:

Bihar CM Nitish Kumar: “বিহারের জনগণ নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছে। তাই তিনিই হবেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী,” বলেন ;লালু যাদবের পুত্র তেজস্বী যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: জেডিইউ, আরজেডি, কংগ্রেস, হাম ও বাম মহাজোটের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। রাজনীতিমহলের খবর, তেজস্বী যাদব নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী হিসাবেই ফিরে আসবেন এবং তাঁর বড় ভাই তেজপ্রতাপ যাদবও মন্ত্রিসভায় থাকবেন। বিহার বিধানসভার বৃহত্তম দল রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, বিধায়ক দলের বৈঠকে বিধায়করা তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। “কিন্তু বিহারের জনগণ নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছে। তাই আমরা তাঁকে আমাদের নেতা হিসাবে বিবেচনা করেছি এবং তিনিই হবেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী,” বলেন ;লালু যাদবের পুত্র তেজস্বী যাদব।
Bihar Political Crisis
Bihar Political Crisis
advertisement

বিহারে বর্তমান এনডিএ সরকার বিজেপি ও জেডিইউ-র জোট ভেঙে বেরিয়ে এসেছেন নীতীশ কুমার। বিকেলেই নীতীশ কুমার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে এনডিএ সরকারের পদত্যাগপত্র জমা দেবেন। নীতীশের সঙ্গে রাজভবনে গিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে তেজস্বী যাদবের পাশাপাশি মহাজোটের অন্য দলগুলোর নেতারাও থাকতে পারেন বলে জানিয়েছিল সূত্র। এনডিএ সরকারের জোট থেকে পদত্যাগের পাশাপাশি নীতীশ মহাজোটের নতুন সরকার গঠনের দাবি তুলে ধরবেন বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন- উপমুখ্যমন্ত্রী হবেন লালু পুত্র তেজস্বী! 'মহাগঠবন্ধন ২.০’-এর ইঙ্গিত আরজেডির

আরও পড়ুন- বিহারে ফের 'লালু ম্যাজিক'! 'লালু বিন বিহার চালু' হতে পারে না, ইঙ্গিত লালু কন্যার

বৃহত্তম জোটের এবং বৃহত্তম দল হওয়ায় আরজেডিকে মহাজোট সরকার গঠনের সুযোগ দেওয়া রাজ্যপালের কাছে বাধ্যতামূলক। সূত্র জানিয়েছে, আসাদউদ্দিন ওয়াইসির দলের চারজন বিধায়ক প্রথমে আলাদা হয়ে জেডিইউতে যেতে চেয়েছিলেন। কিন্তু পরে তাঁদের বুঝিয়ে আরজেডিতেই পাঠানো হয় যাতে আরজেডি বিধানসভায় একক বৃহত্তম দল হয়ে ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরজেডি ও জেডিইউয়ের এই মেলবন্ধনের যাত্রা স্পষ্টতই গত মে মাসে শুরু হয়েছিল। নীতীশ কুমার একটি ইফতার পার্টির জন্য তেজস্বী যাদবের বাড়িতে যান। এর পরেই নীতীশ কুমারের ইফতার পার্টিতে হাজির হন তেজস্বী যাদব। ২০১৫ সালের নির্বাচনে যখন জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস একসঙ্গে জিতেছিল বিধানসভার বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব তখন নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। লালু যাদবের আরেক ছেলে তেজপ্রতাপ যাদবও মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৭ সালে বিজেপির সঙ্গে জুড়তে নীতিশ কুমার ‘মহাজোট’ থেকে বেরিয়ে যান৷ জেডিইউ এবং বিজেপি একসঙ্গে ২০২০ সালের নির্বাচনে জয় লাভ করে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
RJD Tejashwi Yadav: "বিধায়করা তো চাইছেন আমিই মুখ্যমন্ত্রী হই, কিন্তু..." উপমুখ্যমন্ত্রিত্ব বাছার কারণ জানালেন তেজস্বী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল