Tejashwi Yadav-Nitish Kumar: উপমুখ্যমন্ত্রী হবেন লালু পুত্র তেজস্বী, ফের মন্ত্রী হবেন তেজপ্রতাপ! 'মহাগঠবন্ধন ২.০’-এর ইঙ্গিত দলের

Last Updated:

Bihar Mahagathbandhan 2.0: গত মে মাসে নীতীশ কুমার একটি ইফতার পার্টির জন্য তেজস্বী যাদবের বাড়িতে যান। এর পরেই নীতীশ কুমারের ইফতার পার্টিতে হাজির হন তেজস্বী যাদব।

Nitish Kumar and Tejashwi Yadav
Nitish Kumar and Tejashwi Yadav
#পটনা: নীতীশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দলের মধ্যে প্রথম জোট ভেঙে যাওয়ার পর এবার তবে ‘মহাগঠবন্ধন ২.০’ শুরুর পালা? এমনটাই ইঙ্গিত বিহারের রাজনৈতিক বিশ্লেষকদের, ইঙ্গিত লালু যাদবের দলেরও। শোনা যাচ্ছে, তেজস্বী যাদব নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী হিসাবেই ফিরে আসবেন এবং তাঁর বড় ভাই তেজপ্রতাপ যাদবও মন্ত্রিসভায় থাকবেন, জানিয়েছে রাষ্ট্রীয় জনতা দলের সূত্র। যদিও বিজেপির সঙ্গে নীতীশ কুমারের বিচ্ছেদকে ‘রক্তপাতহীন অভ্যুত্থান’ হিসাবেই দেখছে আরজেডি। জোটভঙ্গের পথ এবং পরবর্তী সরকারের বিশদ বিবরণী নিয়ে গত তিন-চার মাস ধরেই আলোচনা করা হচ্ছে বলেও সূত্রের ইঙ্গিত।
তবে আরজেডির সঙ্গে নীতীশের ফের মেলবন্ধন সহজ ছিল না। যখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে মহাজোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার তখন একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত তেজস্বী যাদবের বিরুদ্ধে বেশ কিছু কঠোর মন্তব্য করেছিলেন তিনি।
advertisement
advertisement
২০১৭ সালের জুলাইয়ে জোট ভাঙার পর নীতীশ বলেছিলেন, “আমার দমবন্ধ হয়ে আসছিল, আমার বিবেক আমায় নাড়া দিয়েছে... অন্য কোনও উপায় ছিল না।” যাদবদের ইঙ্গিত করে নীতীশ বলেছিলেন, “এই ধনের অবস্থান না নিলে আমি ভুল করব, আমি এই ধরনের রাজনীতি করি না।”
advertisement
কিন্তু গত কয়েক মাস ধরে দুই পক্ষই মতপার্থক্য কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছে এবং একে অপরের কাজে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এই মেলবন্ধনের যাত্রা স্পষ্টতই গত মে মাসে শুরু হয়েছিল। নীতীশ কুমার একটি ইফতার পার্টির জন্য তেজস্বী যাদবের বাড়িতে যান। এর পরেই নীতীশ কুমারের ইফতার পার্টিতে হাজির হন তেজস্বী যাদব।
advertisement
সূত্রের খবর, লালু যাদবের সতর্ক দৃষ্টির তত্ত্বাবধানেই নীতীশ ও তেজস্বীর এই মেলবন্ধনের যাত্রাটি শুরু করা হয়েছিল। বন্ধু থেকে শত্রু হয়ে আবার বন্ধুত্বে ফিরে এসেছিলেন দুই পক্ষই। নীতীশ কুমার মঙ্গলবার বিকেলে দলের বিধায়কদের বৈঠকে বিজেপির সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tejashwi Yadav-Nitish Kumar: উপমুখ্যমন্ত্রী হবেন লালু পুত্র তেজস্বী, ফের মন্ত্রী হবেন তেজপ্রতাপ! 'মহাগঠবন্ধন ২.০’-এর ইঙ্গিত দলের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement