Nitish Kumar Quits BJP: বিহারে ফের 'লণ্ঠন ম্যাজিক'! 'লালু বিন বিহার চালু' হতে পারে না, ইঙ্গিত আরজেডি নেতার কন্যার

Last Updated:

RJD Lalu Prasad Yadav again in Bihar Politics: ২০১৫ সালের নির্বাচনে যখন জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস একসঙ্গে জিতেছিল বিধানসভার বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব তখন নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী ছিলেন।

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav
#নয়াদিল্লি: বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন নীতীশ কুমার! আর সাম্প্রতিক এই ‘ব্রেকআপের’ পরে বিহারের রাজনীতির খেলায় ফের প্রাসঙ্গিক হয়ে উঠছেন লালু প্রসাদ যাদব। লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য একটি ভোজপুরি গান ট্যুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন। “লালু বিন চালু ই বিহার না হোয়ি,” লিখেছেন লালু কন্যা রোহিণী। “রাজতিলকের জন্য প্রস্তুত হন, লণ্ঠন বাহক আসছে,” হিন্দিতে লিখেছেন রোহিণী আচার্য। লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নির্বাচনী প্রতীক হল লণ্ঠন। বর্তমানে এই দলের নেতৃত্বে রয়েছেন লালুর ছেলে তেজশ্বী যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু যাদব বর্তমানে জামিনে রয়েছেন।
এই বছরের শুরুর দিকে বিহার বিধান পরিষদ নির্বাচনের আগে প্রকাশিত এই গানটি গেয়েছেন ভোজপুরি গায়ক-অভিনেতা খেসারি লাল যাদব। গানটি নির্দিষ্ট একজন RJD প্রার্থীর জন্য তৈরি করা হলেও এতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকারীর প্রশংসাসুচক স্তুতি ছিল। “তেজস্বী কে বিনা সুধার না হোয়ি (তেজস্বীকে ছাড়া কোনও অগ্রগতি হতে পারে না),” এমনটাও বলা হয়েছিল ওই গানে। নীতীশ কুমারের সমালোচনা করে কিছু লাইনও ছিল গানটিতে।
advertisement
advertisement
গানের লাইন লিখে ট্যুইট করার আগে রোহিণী আচার্য টুইট করেছিলেন, শিগগিরই “ভোলে বাবার আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে।” লালু যাদব এবং রাবড়ি দেবীর কন্যা, রাজলক্ষ্মী যাদবও তাঁর বাবার কিছু ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “বিহার তেজস্বীর সরকার চায়।”
advertisement
২০১৫ সালের নির্বাচনে যখন জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস একসঙ্গে জিতেছিল বিধানসভার বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব তখন নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। লালু যাদবের আরেক ছেলে তেজপ্রতাপ যাদবও মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৭ সালে বিজেপির সঙ্গে জুড়তে যখন নীতিশ কুমার ‘মহাজোট’ থেকে বেরিয়ে যান তখন সেই সরকারের পতন ঘটে৷ জেডিইউ এবং বিজেপি একসঙ্গে ২০২০ সালের নির্বাচনে জয় লাভ করে৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল জেডিইউকে বিভক্ত করার চেষ্টা করছে, এই অভিযোগ করার পর আজ সকালেই নীতীশ কুমার তাঁর বিধায়কদের বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফিরে আসার জন্য নীতিশ কুমারের সঙ্গে চুক্তিতে সম্মত হতে তেজস্বী যাদবও তাঁর বিধায়কদের সঙ্গে দেখা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar Quits BJP: বিহারে ফের 'লণ্ঠন ম্যাজিক'! 'লালু বিন বিহার চালু' হতে পারে না, ইঙ্গিত আরজেডি নেতার কন্যার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement