TRENDING:

Rahul Gandhi: পরনে লাল শার্ট, মাথায় ট্রলি! এবার ‘কুলি নম্বর ১’-এর ভূমিকায় রাহুল গান্ধি, দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও এদিন রাহুল গান্ধির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে ১৯৮৩ সালের সিনেমা ‘মজদুরে’র একটি গানও যোগ করে দেন৷ ক্যাপশানে লেখেন, ‘মানুষের হিরো৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পরনে চিরাচরিত সাদা টি-শার্ট৷ তার উপরে জড়ানো কুলিদের লাল জামা৷ মাথার চড়ানো বড় ভারী ট্রলি৷ বাহুতে কুলির ব্যাজ৷ বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে আবারও অন্য মেজাজে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে৷ ভাইরাল হল ভিডিও৷
advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ওয়ানাদের সাংসদের মাথায় ট্রলি ব্যাগ তুলে দিচ্ছেন তাঁর চারপাশে ঘিরে থাকা কুলিরা৷ তাঁর মুখে তখন একচিলতে হাসি৷  এরপরে সেই ট্রলি মাথায় নিয়ে রাহুল এগিয়ে গেলেন রেল পোর্টারদের লাল সমুদ্রের মাঝখান দিয়ে৷ চারপাশে তখন শ্লোগান, ‘রাহুল জিন্দাবাদ!’

advertisement

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কুলিদের অভাব-অভিযোগ, সমস্যা সম্পর্কে খোঁজখবর নিতে এদিন আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হয়েছিলেন রাহুল৷ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হয়, ‘‘আজ, আনন্দ বিহার স্টেশনের পোর্টারদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি৷ কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওই স্টেশনের পোর্টাররা রাহুল গান্ধির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন৷ আজ রাহুল ওঁদের সঙ্গে দেখা করেন এবং ওঁদের কথা শোনেন৷ ভারত জোড়ো যাত্রা অব্যাহত৷’’

advertisement

আরও পড়ুন: ‘ভাতা দিচ্ছে, DA দিচ্ছে না’, আন্দোলনস্থলে দাঁড়িয়ে বর্ধিত বেতন দানের অঙ্গীকার শুভেন্দু অধিকারীর

যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও এদিন রাহুল গান্ধির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে ১৯৮৩ সালের সিনেমা ‘মজদুরে’র একটি গানও যোগ করে দেন৷ ক্যাপশানে লেখেন, ‘মানুষের হিরো৷’

আরও পড়ুন: বিধানসভায় পৌঁছেই ‘প্রেজেন্ট প্লিজ!’, মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

এর আগেও রাহুল গান্ধিকে এই ভাবে জনসাধারণের কাছাকাছি আসতে দেখা গিয়েছে৷ বেঙ্গালুরুতে ফুড ডেলিভারি বয়ের স্কুটারে সওয়ার হতে দেখা গিয়েছিল রাহুলকে৷ থিকথিকে ভিড়ের দিল্লির চাঁদনি চক মার্কেটে স্থানীয় দোকান থেকে কাবাবও খেয়েছিলেন তিনি৷ দিল্লির আজাদপুর মাণ্ডিতে গিয়েও ভেন্ডার এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: পরনে লাল শার্ট, মাথায় ট্রলি! এবার ‘কুলি নম্বর ১’-এর ভূমিকায় রাহুল গান্ধি, দেখুন সেই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল