Suvendu Adhikari: ‘ভাতা দিচ্ছে, DA দিচ্ছে না’, আন্দোলনস্থলে দাঁড়িয়ে বর্ধিত বেতন দানের অঙ্গীকার শুভেন্দু অধিকারীর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এদিন শহিদ মিনারের আন্দোলনস্থলে গিয়ে ফের সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু৷ পাশাপাশি, প্রস্তাব দিলেন, যে ৫০ হাজার টাকা বর্ধিত বেতন তিনি পাচ্ছেন, তা এবার থেকে ডিএ আন্দোলনকারীদের তহবিলে জমা দেবেন তিনি৷
কলকাতা: গত ৭ সেপ্টেম্বরই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন এবং ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার৷ বিধায়কদের বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ ২২ হাজার টাকা করা হয়েছে৷ ভাতা বৃদ্ধির সময়েই এ নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ জানিয়েছিলেন, ‘‘বেতন বৃদ্ধি আমরা সমর্থন করি না৷’’
এদিন শহিদ মিনারের আন্দোলনস্থলে গিয়ে ফের সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু৷ পাশাপাশি, প্রস্তাব দিলেন, যে ৫০ হাজার টাকা বর্ধিত বেতন তিনি পাবেন, তা আগামী মাস থেকে ডিএ আন্দোলনকারীদের তহবিলে জমা দেবেন তিনি৷ যতদিন আন্দোলন জারি থাকবে, ততদিন।
আরও পড়ুন: লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল! তবে ২০২৪ নয়, কার্যকর হতে হতে সেই ২০২৯
বুধবার বিকেলে যৌথ সংগ্রামী মঞ্চে যান বিরোধী দলনেতা। সেখানেই তাঁদের আন্দোলনের তহবিলে বর্ধিত বেতন দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মতি জানান আন্দোলনকারীরা।
advertisement
advertisement
শুভেন্দু বলেন, ‘‘যেখানে কেন্দ্রীয় সরকার নিয়মিত ডিএ দিচ্ছে, সেখানে রাজ্য সরকার দিচ্ছে না৷ ভাতা দিচ্ছে, কিন্তু, ডিএ দিচ্ছে না৷’’
আরও পড়ুন: বিধানসভায় পৌঁছেই ‘প্রেজেন্ট প্লিজ!’, মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের
বিরোধী দলনেতার অভিযোগ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ১৮টি আসন খোয়ানোর পর থেকেই ‘দান খয়রাতি’র রাজনীতি করছে তৃণমূল৷ তাঁর কথায়, ‘‘টাকা দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে৷ রাজস্ব লুট হচ্ছে৷ অর্থনৈতিক অবস্থা বেহাল৷’’
advertisement
পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি করেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 20, 2023 9:13 PM IST