Assembly Session: বিধানসভায় পৌঁছেই ‘প্রেজেন্ট প্লিজ!’, মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এখানেই শেষ নয়, বিধানসভায় পৌঁছে মন্ত্রীদের সই করতে হবে পরিষদীয় মন্ত্রীর ঘরে। বিধায়কদের সই করতে হবে নির্মল ঘোষের ঘরে। পাশাপাশি, কোন কোন বিধায়ক অধিবেশনে অনুপস্থিত থাকছেন সেই তালিকা যাবে মুখ্যমন্ত্রীর কাছে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী সাত দিন অন্তর উপস্থিতির খাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে৷
কলকাতা: বিধানসভায় পৌঁছনো মাত্রই দিতে হবে ‘অ্যাডেন্টডেন্স’! সই করতে হবে খাতায়৷ বিধানসভার অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কড়া পদক্ষেপ করল শাসকদল তৃণমূল৷
শাসকদলের মন্ত্রী-বিধায়কেরা নিয়মিত বিধানসভার অধিবেশনে আসেন না৷ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তুলছিলেন বিরোধী বিধায়কেরা৷ এবার তাঁদের মুখ বন্ধ করতে দলের অন্দরেই কড়া ব্যবস্থা নিল তৃণমূল৷ সূত্রের খবর, বুধবার বিধানসভা কেন্দ্রিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই ঠিক হয়েছে, এবার থেকে বিধানসভা অধিবেশন চলাকালীন শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক।
advertisement
আরও পড়ুন: ‘সিবিআইয়ের কাজ কি মানুষকে বোকা বানানো?’, ডিরেক্টরের রিপোর্ট তলব করে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
এখানেই শেষ নয়, বিধানসভায় পৌঁছে মন্ত্রীদের সই করতে হবে পরিষদীয় মন্ত্রীর ঘরে। বিধায়কদের সই করতে হবে নির্মল ঘোষের ঘরে। পাশাপাশি, কোন কোন বিধায়ক অধিবেশনে অনুপস্থিত থাকছেন সেই তালিকা যাবে মুখ্যমন্ত্রীর কাছে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী সাত দিন অন্তর উপস্থিতির খাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই তৈরি হয়েছিল বিধানসভার এই শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়ক-মন্ত্রীদের কামাই রুখতে এবার উঠেপড়ে লাগলেন সেই কমিটির সদস্যেরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 20, 2023 6:06 PM IST