Khalistani Row: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের

Last Updated:

বিদেশমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোনও সমস্যায় পড়লে প্রবাসী ভারতীয়েরা যেন কানাডায় থাকা হাই কমিশন বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে৷ বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে কানাডায় থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের৷ তাঁদের আশপাশের সমস্ত পরিস্থিতি সম্পর্কে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, চরম সতর্কতা অবলম্বন করারও বার্তা দেওয়া হয়েছে৷

নয়াদিল্লি: ভারত-কানাডা দ্বৈরথের মাঝেই কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ৷ এবার কানাডায় থাকা বা বেড়াতে যাওয়া ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা প্রকাশ করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ তাতে জানানো হল, কানাডার একাধিক জায়গা থেকে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের খবর আসছে৷ সেই কারণে, কানাডা নিবাসী ভারতীয়রা যাতে উপদ্রুত এলাকা এড়িয়ে চলেন এবং সাবধানী থাকেন৷ প্রসঙ্গত, গত মঙ্গলবারই ভারতে আসা কানাডার নাগরিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছিল সে দেশের প্রশাসন৷ ভারতের এই পদক্ষেপ তারই পাল্টা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
ভারতের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘সম্প্রতি কানাডায় ভারত বিদ্বেষী অপরাধ এবং রাজনৈতিক মদতপুষ্ট কার্যকলাপ বাড়ছে, সেই কারণে সেখানে থাকা অথবা বেড়াতে যাওয়া ভারতীয়দের সতর্ক করা হচ্ছে৷ সম্প্রতি ভারতীয় কূটনীতিক ও যে সমস্ত ভারতীয় এই ভারত-বিরোধিতার প্রতিবাদ করছেন, তাঁদের নিশানা করা হচ্ছে৷ কানাডার যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, ভারতীয়দের সেই সমস্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷’
advertisement
আরও পড়ুন: ‘সবাই ভোটে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে..’ আদালতে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়, অবসরগ্রহণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য
বিদেশমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোনও সমস্যায় পড়লে প্রবাসী ভারতীয়েরা যেন কানাডায় থাকা হাই কমিশন বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে৷ বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে কানাডায় থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের৷ তাঁদের আশপাশের সমস্ত পরিস্থিতি সম্পর্কে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, চরম সতর্কতা অবলম্বন করারও বার্তা দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
advertisement
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গত মঙ্গলবারের বয়ান নিয়ে ইতিমধ্যেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় আঘাত লেগেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা৷ গত তিন-চারমাস ধরেই কানাডায় থাকা খালিস্তানপন্থীরা দাবি করে আসছিলেন৷ গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সেই একই অভিযোগ এনেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার ‘প্রমাণ’ কানাডা সরকারের হাতে রয়েছে৷
advertisement
ট্রুডোর এই কথা বলার পরেই বহিষ্কার করা হয়েছে কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করেছে ভারত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Khalistani Row: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement