Crime Story: হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন! রক্ত লুকোতে প্লাস্টিকের উপর রাখল থেঁতলানো মাথা, পাশে গামলা

Last Updated:

গত রবিবার বীভৎস এই ঘটনাটি ঘটেছে লিগুড়ির মাটিগাড়ার নারায়নপল্লিতে। কিন্তু, সোমবার সকাল পর্যন্ত খুনের কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি পাড়ার লোক৷ কারণ, অভিযুক্ত তো দিনের আলোয় দিব্যি ঘুরে বেরিয়েছে পাড়ার মধ্যে৷ এক সময় অবশ্য নিজেই অন্য ভাড়াটে কে চুপিচুপি জানিয়েছে, ‘‘আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তার পর ওকে মেরে ফেলেছি৷’’

শিলিগুড়ি: প্রায়ই ঝগড়াঝাটি চলত দম্পতির৷ রবিবার রাতে তেমনই চিৎকার চেঁচামেচি হচ্ছিল৷ কিন্তু, কে জানত, এর মধ্যেই বীভৎস কাণ্ড ঘটিয়ে ফেলবেন স্বামী৷ ঝগড়ার মাঝখানে স্ত্রীয়ের মাথায় কষিয়ে দিলেন হাতুড়ির ঘা৷ সঙ্গে সঙ্গে রক্তাক্ত স্ত্রী লুটিয়ে পড়ল মাটিতে৷ সারারাত সেভাবেই সেখানে পড়ে রইল দেহ৷ শুধু রক্ত যাতে না গড়িয়ে যায়, সেজন্য স্ত্রীয়ের থেঁতলানো মাথা প্লাস্টিকের উপরে সযত্নে রেখে দিলেন স্বামী৷ পাশে রাখলেন প্লাস্টিকের গামলা৷ যাতে রক্ত সেখানেই চুঁইয়ে পড়ে৷ ঘরে-দোরে না গড়িয়ে যায়৷
গত রবিবার বীভৎস এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ার নারায়ণপল্লিতে। কিন্তু, সোমবার সকাল পর্যন্ত খুনের কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি পাড়ার লোক৷ কারণ, অভিযুক্ত তো দিনের আলোয় দিব্যি ঘুরে বেরিয়েছেন পাড়ার মধ্যে৷ এক সময় অবশ্য নিজেই অন্য ভাড়াটে কে চুপিচুপি জানিয়েছেন, ‘‘আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তার পর ওকে মেরে ফেলেছি৷’’
আরও পড়ুন: আধার কার্ড ক্লোন করে দেদার লুট! একের পর এক অভিযোগে হিমশিম কলকাতা পুলিশের ব্যাঙ্ক ফ্রড শাখা
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত রাহুল কুণ্ডু ও তাঁর স্ত্রী সোনালি নারায়ণপল্লিতেই একটি বাড়িতে ভাড়া থাকতেন৷ তাঁদের একটি সাত বছরের কন্যা সন্তানও রয়েছে৷ কিন্তু, রাহুল ক্রমাগত সন্দেহ করতেন, তাঁর স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক আছে৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত৷ রবিবার রাতেও তেমনই ঝগড়া বাঁধে দু’জনের মধ্যে৷ তাতেই এই পরিণতি৷
advertisement
advertisement
অভিযুক্তের মুখে স্ত্রী হত্যার কথা শুনতেই পাড়ায় হুহু করে রটে যায় ঘটনার কথা৷ পৌঁছয় পুলিশের কানেও৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ৷ পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্যেরাও। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সোনালির দেহ৷
advertisement
খানিক খোঁজাখুঁজির পরে গ্রেফতার করা হয় স্বামী রাহুল কুণ্ডুকে৷ সূত্রের খবর, প্রাথমিক জেরায় স্ত্রীকে খুনের কথা কবুল করেছে অভিযুক্ত।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime Story: হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন! রক্ত লুকোতে প্লাস্টিকের উপর রাখল থেঁতলানো মাথা, পাশে গামলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement