Abhijit Gangopadhyay: ‘সবাই ভোটে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে..’ আদালতে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়, অবসরগ্রহণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Last Updated:

সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পরে? অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন, পাখির পালক দিয়ে হাওয়া করলে হবে না।’’

কলকাতা: ‘এ তো সব মহাপুরুষ!’ সোমবার সিবিআইয়ের দেওয়া দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন ব্যক্তিদের নামের তালিকা দেখে এমনই প্রতিক্রিয়া ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ শুধু তাই নয়, এই সমস্ত ব্যক্তিদের কবে জিজ্ঞাসাবাদ করা হবে, এদিন সে কথা বলতে গিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতি৷ কী বললেন?
সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পরে? অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন, পাখির পালক দিয়ে হাওয়া করলে হবে না।’’
আরও পড়ুন: হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন! রক্ত লুকোতে প্লাস্টিকের উপর রাখল থেঁতলানো মাথা, পাশে গামলা
প্রসঙ্গত, সিবিআইয়ের দেওয়া এই তালিকায় বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন বলে আদালতে জানিয়েছে সিবিআই৷ সে কথা শোনার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ” হাম সব চোর হ্যায়”… নেতাদের এর বিপুল সম্পত্তি কোথা থেকে আসল, এই প্রশ্ন কেউ তুলবে না ? মানুষ এখন ভাবতে শুরু করেছে যে সুবিচার হবে না। কারোর কিচ্ছু হবে না। সবাই ভোটে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে।’’
advertisement
advertisement
এরপরেই এদিনের অন্যতম উল্লেখযোগ্য মন্তব্য করতে দেখা যায় বিচারপতিকে৷ বলেন, ‘‘সবাই অপেক্ষা করছে আমি কবে অবসর নেব। এরা জানে না আমি অবসরে যাব না।… যা চলছে চতুর্দিকে, আমি মাঝে মাঝে ভাবি যে হাইকোর্টের সূর্য সেনের মূর্তি থেকে পদযাত্রা শুরু করে সুন্দরবন পর্যন্ত যাব। আমরা সবাই মাটিতে বসে আছি, কিন্তু কেউ কেউ গজদন্ত মিনারে বসে আছে।’’
advertisement
সোমবার শুনানি চলাকালীন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে জেরা করার প্রসঙ্গে সিবিআই-কে তীব্র ভর্ৎসনাও করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Gangopadhyay: ‘সবাই ভোটে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে..’ আদালতে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়, অবসরগ্রহণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement