TRENDING:

Rahul Gandhi: ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাবে মোদি সরকার, যোগাযোগ রাখছেন অনেকেই: রাহুল গান্ধি

Last Updated:

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ অথবা সমীক্ষায় ইন্ডিয়া জোটকে নিয়ে আশার কথা শোনানো হয়নি৷ কিন্তু ফল বেরোতে দেখা যায় ২৩৪টি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ক্ষমতা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাবে তৃতীয় মোদি সরকার৷ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তাঁর আরও দাবি, এনডিএ শিবিরে থাকা অনেক সাংসদই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ ফলে সামান্য এদিক ওদিক হলেই মোদি সরকারের পতন ঘটবে৷
টিকবে না মোদি সরকার, দাবি রাহুলের৷
টিকবে না মোদি সরকার, দাবি রাহুলের৷
advertisement

গত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়ী হয় বিজেপি৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় তারা. শেষ পর্যন্ত নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থনের উপরে ভরসা করে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন: কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা! নতুন সাংসদকে কী পরামর্শ মুখ‍্যমন্ত্রীর?

রাহুল গান্ধির কথায়, গত লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক গতিপ্রবাহের খাতই বদলে দিয়েছে৷ রাহুল গান্ধি বলেন, ‘ভারতীয় রাজনীতৈক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে৷ উল্লেখযোগ্য পট পরিবর্তন হয়েছে৷ যে সংখ্যার উপরে সরকার দাঁড়িয়ে রয়েছে, তা অত্যন্ত ভঙ্গুর৷ ফলে সামান্য এ দিক ওদিক হলেই সরকারের পতন ঘটবে৷’

advertisement

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এর আগে একাধিকবার তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন৷ কিন্তু এবার রাহুল গান্ধি নিজে মোদি সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি অন্য মাত্রা পেল৷ তার উপর,  সরকারের ভিতর থেকেই অনেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিজেপি এবং এনডিএ-এর অন্দরেই অস্বস্তি তৈরি করলেন রাহুল৷

advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ অথবা সমীক্ষায় ইন্ডিয়া জোটকে নিয়ে আশার কথা শোনানো হয়নি৷ কিন্তু ফল বেরোতে দেখা যায় ২৩৪টি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷ এর পরই ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়৷ যদিও সরকার গঠনের কোনও দাবি জানায়নি ইন্ডিয়া জোট৷৷৷

advertisement

রাহুল গান্ধি চাঞ্চল্যকর দাবি জানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপি এবং সরকারের অন্দরেই তুমুল অসন্তোষ তৈরি হয়েছে৷ তাঁদের মধ্যে অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগও রাখছেন বলে দাবি করেছেন রাহুল৷ তাঁর কথায়, ‘একজন ঘুরে গেলেই সরকার পড়ে যাবে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাহুল আরও বলেন, ‘আপনি ঘৃনা ছড়াবেন, মানুষকে রাগিয়ে তুলে তার ফায়গা নেবেন, মানুষে এই ধারণা খারিজ করে দিয়েছে৷ যে দল দশ বছর অযোধ্যা নিয়ে কথা বলে কাটিয়ে দিল, সেই অযোধ্যা থেকেই তারা মুছে গিয়েছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাবে মোদি সরকার, যোগাযোগ রাখছেন অনেকেই: রাহুল গান্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল