Mamata Banerjee: কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা! নতুন সাংসদকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Mamata Banerjee: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান তিনি চলে আসেন কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা।
কোচবিহার: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান তিনি চলে আসেন কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কোচবিহার আসলেই মদনমোহন মন্দিরে আসি। আমি আজকে পুজো দিতে এলাম। কোচবিহার শুধু নয়, সকল মানুষের মঙ্গলকামনায় আমি পুজো দিয়েছি।কোচবিহার হেরিটেজ টাউন। তার কাজ চলছে। মদনমোহন মন্দির দারুণ করে সাজানো হচ্ছে। দারুণ গেস্ট হাউজ হচ্ছে। আমরা উত্তরবঙ্গ জুড়ে প্রসারের কাজ করছি। আমি রাসমেলায় আসার আমন্ত্রণ পাই।’’
advertisement
advertisement
কোচবিহারের ফল নিয়ে দারুণ খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। যে ফল এই লোকসভায় হয়েছে তা নিয়ে জেলার নেতাদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব নয়। পারস্পরিক সৌজনতা বজায় রেখেই কাজ করতে হবে। নতুন সাংসদকে ভাল করে কাজ করা ও কেন্দ্রের আচরণের বিরুদ্ধে সরব হতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, সামনে সিতাই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী নিয়ে আপাতত কোনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এ বিষয়ে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, পাশাপাশি উত্তরের বেশ কিছু জায়গায় খারাপ ফল নিয়ে তার খারাপ লাগার কথাও বলেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2024 2:17 PM IST






