Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেশ না কাটতেই ফের অঘটন! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন‍্য কীভাবে রক্ষা?

Last Updated:

Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা। তার মাঝেই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন‍্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন‍্য কীভাবে রক্ষা?
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন‍্য কীভাবে রক্ষা?
বেলদা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা। তার মাঝেই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন‍্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে।
সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষে দেন ওই মালগাড়ির চালক। খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টারকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, খবর পেয়ে ছুটে আসেন স্টেশন মাস্টার-সহ রেলের কর্মীরা। স্টেশন মাস্টার এবং রেলকর্মীরা সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করে। পাশপাসি খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
advertisement
দমকলের কর্মীরা এসে কয়লা বোঝায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনে বলেই জানা গিয়েছে। যদিও সিনিয়র ডিসিএম জানিয়েছেন ‘‘মাঝেমধ‍্যে এরকম কয়লা গাড়িতে নিজেই আগুন লেগে যায়। খবর পেয়েই দ্রুত আমরা ফায়ার ব্রিগেড খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।’’
Shankar Rai
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেশ না কাটতেই ফের অঘটন! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন‍্য কীভাবে রক্ষা?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement