TRENDING:

Police officer rapes minor girl in Uttar Pradesh: থানায় গিয়েছিল গণধর্ষিতা কিশোরী, তাকেই ধর্ষণ করল উত্তর প্রদেশের পুলিশ অফিসার!

Last Updated:

চার জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ সেই অভিযোগ জানাতে এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়েছিল নির্যাতিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ললিতপুর: গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়েছিল ১৩ বছরের নাবালিকা৷ অভিযোগ, তাকে ফের ধর্ষণ করে এক পুলিশ অফিসার৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের ললিতপুরে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত স্টেশন হাউস অফিসার তিলকধারী সরোজ ঘটনার পর থেকেই পলাতক৷ তাকে সাসপেন্ডও করা হয়েছে৷ পুলিশেরই তিনটি দল অভিযুক্ত পুলিশ অফিসারের খোঁজে তল্লাশি শুরু করেছে৷

আরও পড়ুন: ফের উন্নাওয়ে হাড়হিম করা ঘটনা! চাকরির প্রথমদিনেই কী হল নার্সের সঙ্গে? শুনলে শিউরে উঠবেন!

জানা গিয়েছে, চার জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ সেই অভিযোগ জানাতে এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়েছিল নির্যাতিতা৷ জানা গিয়েছে, কোনও ভাবে প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে গত ২২ এপ্রিল ভোপালে নিয়ে যায় চার অভিযুক্ত৷ সেখানে চার দিন ধরে তাকে ধর্ষণ করে তারা৷ এর পরে উত্তর প্রদেশে ললিতপুরের গ্রামে এনে কিশোরীকে ফেলে যায় অভিযুক্তরা৷

advertisement

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা! জীবনতলার খালে পাওয়া রক্তাক্ত মৃতদেহের রহস্য উদ্ধার হল অবশেষে, খুনি কে?

ঘটনার অভিযোগ জানাতে নিজের এক আত্মীয়াকে নিয়ে থানায় যায় কিশোরী৷ পরের দিন জবানবন্দি নেওয়ার নাম করে ওই কিশোরীকে থানায় ডেকে পাঠায় অভিযুক্ত পুলিশ অফিসার৷ এর পর থানার ভিতরেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনার সময় থানায় উপস্থিত ছিল কিশোরীর আত্মীয়াও৷ এফআইআর-এ অভিযুক্ত পুলিশ অফিসারের পাশাপাশি ওই আত্মীয়ার নামও রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ললিতপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ছাড়াও অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷ ললিতপুরের পুলিশ সুপার নিখিল পাঠক জানিয়েছেন, একটি এনজিও ওই নির্যািততাকে তাঁর অফিসে নিয়ে আসে৷ এর পরই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Police officer rapes minor girl in Uttar Pradesh: থানায় গিয়েছিল গণধর্ষিতা কিশোরী, তাকেই ধর্ষণ করল উত্তর প্রদেশের পুলিশ অফিসার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল