জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷ আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷ ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ৷
advertisement
আরও পড়ুন : বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, অনেক পিছনে বাইডেন- জনসনরা! দাবি সমীক্ষায়
আরও পড়ুন : ঐতিহাসিক দিন! প্রধান বিচারপতির মেয়াদের শেষদিনে সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং
সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি আছে ৷ শনি থেকে রবি পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই ৷ শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা করবেন তিনি ৷