TRENDING:

Atal Bridge Inauguration : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated:

Atal Bridge Inauguration : মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমদাবাদ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অর্থাৎ শনিবার গুজরাতের আমদাবাদে সবরমতী নদীর উপর অটল সেতুর উদ্বোধন করবেন ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতু মূলত পথচারীদের জন্য ৷ এ ছাড়াও এই সেতু ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও ৷ তীব্র যানজটে না পড়ে অথবা কোনও যানবাহনের সাহায্য না নিয়েই তাঁরা পেরিয়ে যেতে পারবেন সবরমতী নদী ৷ উপভোগ করতে পারবেন বিভিন্ন আঙ্গিকে নদীর সৌন্দর্যও ৷ পথচারীদের জন্য সুসজ্জিত সরণি রয়েছে এই সেতুতে ৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন ৷
advertisement

জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷ আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷ ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ৷

advertisement

আরও পড়ুন : বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, অনেক পিছনে বাইডেন- জনসনরা! দাবি সমীক্ষায়

আরও পড়ুন :  ঐতিহাসিক দিন! প্রধান বিচারপতির মেয়াদের শেষদিনে সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি আছে ৷ শনি থেকে রবি পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই ৷ শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা করবেন তিনি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bridge Inauguration : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল