Narendra Modi: বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, অনেক পিছনে বাইডেন- জনসনরা! দাবি সমীক্ষায়

Last Updated:

নরেন্দ্র মোদির পরেই এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রেডর৷

ফাইল ছবি
ফাইল ছবি
#দিল্লি: বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসেবে প্রথম স্থান দখল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আন্তর্জাতিক সংস্থা মর্নিং কনসাল্ট-এর তরফে করা একটি সমীক্ষায় এই স্বীকৃতি পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী৷ প্রতিটি দেশের নাগরিকদের মধ্যে সমীক্ষা চালিয়েছিল ওই সংস্থাটি৷ সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ ভারতীয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করেছেন৷ গত ১৭ থেকে ২৩ অগাস্টের মধ্যে এই সমীক্ষা করা হয়৷
নরেন্দ্র মোদির পরেই এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রেডর৷ মেক্সিকোর ৬৩ শতাংশ নাগরিকই তাঁর প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ৷ ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রয়েছেন চতুর্থ স্থানে৷
advertisement
advertisement
মর্নিং কনসাল্টের করা এই সমীক্ষায় প্রতিটি দেশের নাগরিকদের মধ্যে তাঁদের রাষ্ট্রনেতারা কতটা জনপ্রিয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ আশ্চর্যজনক ভাবে প্রথম দশে জায়গাই পাননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ৩৪ শতাংশ মার্কিনের ভোট পেয়ে তিনি রয়েছেন একাদশ স্থানে৷ ১৮ নম্বরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জো বাইডেন৷
সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ প্রকোপের সময়ও তাঁর প্রতি দেশবাসীর সমর্থন টাল খায়নি৷ করোনা অতিমারি সামাল দেওয়া নিয়ে ক্ষোভ থাকা সত্ত্বেও সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ ভারতীয়ই মনে করেছেন, মোদি সরকার তৎপরতার সঙ্গেই অতিমারি পরিস্থিতি সামাল দিয়েছিল৷ সমীক্ষায় আরও উঠে আসে, ৭২ শতাংশ ভারতীয়ই মনে করেন, মোদি দেশকে সঠিক দিশায় নিয়ে যাচ্ছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, অনেক পিছনে বাইডেন- জনসনরা! দাবি সমীক্ষায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement