কংগ্রেস ছাড়তেই বিজেপিতে যোগদানের আমন্ত্রণ, গুলাম নবিকে নিয়ে শোরগোল
- Published by:Suman Biswas
Last Updated:
Ghulam Nabi Azad: আজ সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি লিখে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
#নয়াদিল্লি: কংগ্রেস ছাড়ার সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগদানের আমন্ত্রণ পেয়ে গেলেন গুলামনবি আজাদ। দলে এলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানালেন বিজেপি নেতা কুলদ্বীপ বিষ্ণোই। আজ সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি লিখে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এরপরেই সাংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় গুলাম নবি আজাদকে স্বাগত জানান বিজেপি নেতা কুলদ্বীপ। তিনি বলেন, দল সম্মত হলেই গুলাম নবি আজাকে বরণ করে নিতে প্রস্তত তিনি নিজে। একইসঙ্গে কুলদ্বীপ বিষ্ণোই জানান, ভাঙনের মুখে রয়েছে কংগ্রেস।
কুলদ্বীপ বলেন, " আমি ভুল বলছি না, নিজেরাই দলকে শেষ করছে কংগ্রেস, আত্মঘাতী দল হয়ে উঠেছে কংগ্রেস। রাহুল গাান্ধিকে বলব ইগো সরিয়ে রাখুন। গুলাম নবি আজাদকে বিজেপিতে স্বাগত। যদি দল আমায় বলে, তাহলে আমি তাঁকে বিজেপিতে যোগদানে রাজি করাব।" বিগত কয়েক বছরে কংগ্রেস ছেড়েছেন জিতীন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী, এস এম কৃষ্ণ, কপিল সিব্বল, অশ্বিনী কুমারের মতো প্রথম সারির নেতারা। একের পর এক নেতার দলত্যাগ নিয়ে উদ্বেগে কংগ্রেসের অন্দরমহল। জাতীয় রাজনীতিতে ধুঁকতে থাকা দলের জন্য এখনও পর্যন্ত কোনও বিশল্যকরণী খুঁজে পায়নি গান্ধি পরিবার। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। রাহুল গান্ধিকে সভাপতি নির্বাচিত করা সহ দলের বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হবে বৈঠকে। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা ওয়ার্কিং কমিটির বৈঠকে।
advertisement
advertisement
জি২৩ গোষ্ঠীর নেতারা এই সুযোগ নিয়ে গান্ধি পরিবারের ফের একবার সরব হবেন বলে আশঙ্কা শীর্ষ নেতৃত্বের। এদিকে, গুলাম নবি আজাদের দলত্যাগ নিয়ে আজ সংবাদমাধ্যমে সরব হল প্রয়াত কংগ্রেস নেতা তথা সনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের কন্যা। দলের জি২৩ গোষ্ঠীর নেতাদের হাতে অস্ত্র তুলে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলের কর্মীদের কথা শোনার মতো কেউ আর আর নেই কংগ্রেসে।
advertisement
একইসুরে প্রাক্তন কংগ্রেস নেতা অশ্বিনী কুমার বলেন, "তাঁর পদত্যাগ দুর্ভাগ্যজনক। ভারতের গণতন্ত্র এবং কংগ্রেস দলের কাছেই আজ খুব দুঃখের দিন। এছাড়াও, দল পরিবর্তনে সায় দেয়নি এবং সেই কারণেই শীর্ষ নেতারা দলত্যাগ করছেন। তাঁরা অপমানিত বোধ করছেন।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 4:53 PM IST