ঐতিহাসিক দিন! প্রধান বিচারপতির মেয়াদের শেষদিনে সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রধান বিচারপতি এনভি রামানার মেয়াদের শেষ দিন আজ।
#নয়াদিল্লি: প্রথমবার সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং। প্রধান বিচারপতি এনভি রামানার মেয়াদের শেষ দিন আজ। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে যে মামলাগুলি উঠবে সেগুলির লাইভ স্ট্রিমিং হবে শুক্রবার। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসির ওয়েবকাস্ট পোর্টালের মাধ্যমে হবে লাইভ স্ট্রিমিং।
যে কোনও ভোটের আগে ভোটদাতাদের বিনামূল্যে নানা ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নতুন কিছু নয়। তা যুগ যুগ ধরে চলে আসছে। তবে বর্তমানে এই দান-খয়রাতি সংক্রান্ত বিষয়টাই ভারতের অর্থনীতির জন্যও ক্ষতিকর হয়ে উঠছে বলে ইতিমধ্যেই নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। আসলে ভোট পাওয়ার জন্য ভোটের আগে জনগণকে বিভিন্ন ধরনের পরিষেবা বিনামূল্য পাইয়ে দেওয়ার মতো নানা ধরনের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। আর সেই প্রস্তাবে প্রভাবিত হয় জনসাধারণও।
advertisement
advertisement
নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির ভোটারদের কিছু পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি, তা রদ করার আর্জি নিয়েই একটি মামলার আজ রায় ঘোষণা করবে সর্বোচ্চ আদালত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 2:01 PM IST