TRENDING:

Partha Chatterjee in Bhubaneswar: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও

Last Updated:

টানা ধকলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: তিনি সত্যিই কতটা অসুস্থ, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি৷ তাঁর অসুস্থতার সত্যতা যাচাইয়েই এ দিন এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিলেন, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন তিনি৷
ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর দৃশ্যতই বিধ্বস্ত লাগছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-ANI
ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর দৃশ্যতই বিধ্বস্ত লাগছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-ANI
advertisement

শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷

আরও পড়ুন: এসএসকেএমে ইডি-র আপত্তি, কল্যাণীতে এইমস থাকলেও ভুবনেশ্বরেই যেতে হল পার্থকে

advertisement

যদিও এসএসকেএম-এর চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারেনি ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সায় দেয় কলকাতা হাইকোর্টও৷ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেন৷ সেই মতো এ দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷

শুক্রবার থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয় রাজ্যের প্রবীণ এই মন্ত্রীকে৷ তার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ এর পর শনিবারই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তৃণমূলের মহাসচিবকে৷ একদিন এসএসকেএম হাসপাতালে কাটানোর পরই আজ সাত সকালে ফের ভুবনেশ্বর রওনা৷

advertisement

আরও পড়ুন: অর্পিতাকে চেনেন না জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে, বড়লোক হওয়ার শর্টকাট অভিনয় নয়, মত বর্ষীয়ান অভিনেত্রীদের

এ সবের ধাক্কায় বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷ অ্যাম্বু্ল্যান্সে তোলার মুখে দূর থেকে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শরীরে কী ধরনের সমস্যা হচ্ছে তাঁর? জবাবে বুকের বাঁ দিকে হাত দিয়ে ইঙ্গিত করেন পার্থ৷ তাঁর যে হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, সম্ভবত সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সকালে সাড়ে দশটার কিছু আগে ভুবনেশ্বর এইমস-এ পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের মন্ত্রীকে পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমসে চিকিৎসকদের বিশেষ দলকে তৈরি রাখা হয়েছে৷ দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞও৷ সেই পরীক্ষার রিপোর্টই আজ জমা পড়বে কলকাতায় ইডি-র বিশেষ আদালতে৷ সম্ভবত তার পরই জানা যাবে, পার্থর চিকিৎসা কলকাতায় হবে নাকি অন্যত্র৷

বাংলা খবর/ খবর/দেশ/
Partha Chatterjee in Bhubaneswar: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল