Arpita Mukherjee: অর্পিতাকে চেনেন না জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে, বড়লোক হওয়ার শর্টকাট অভিনয় নয়, মত বর্ষীয়ান অভিনেত্রীদের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অভিনয় করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাতারাতি এত বিপুল সম্পত্তি হয় না৷ এক কথায় বলছেন সকলে৷
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও। (Reporter-Manas Basak)
advertisement
advertisement
অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে ইন্দ্রানী হালদার:অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আমি আগে কখনও শুনিনি বা অভিনেত্রী হিসেবে তাঁকে আমি চিনিও না। হয়তো তিনি কাজ করেছেন আমার জানা নেই ।তবে আমরা যারা দিবারাত্র এত বছর ধরে পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে একটা নাম অর্জন করেছি সেখানে যারা এরকম দু’দিনের জন্য এসে নিজেদের অভিনেত্রী হিসেবে দাবি করে অথবা এরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তাদের সঙ্গে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কোনও যোগাযোগ নেই৷ সেক্ষেত্রে এমন অভিনেত্রীর জন্য যদি কেউ গোটা ইন্ডাস্ট্রির দিকে আঙ্গুল তোলে তখন কিন্তু আমরা সরব হবই। সুতরাং দু-একটা ব্যতিক্রমী ঘটনা কখনই পুরো ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করতে পারে না।
advertisement
অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে অপরাজিতা আঢ্য:দীর্ঘ ২৫বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে কোনও অভিনেত্রীর বাড়ি থেকে এভাবে একুশ কোটি টাকা, সোনা দানা এবং সম্পত্তি উদ্ধার হতে তিনি দেখেননি। স্বভাবতই হতবাক তিনি। অপরাজিতা মনে করেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে উপার্জন অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় কম অর্থাৎ কাজের তুলনায় পারিশ্রমিক কম। সেই জন্যই হয়তো অনেকে বিপথে চালিত হন বা রাতারাতি বাড়ি-গাড়ি-সম্পত্তি করার প্ল্যাটফর্ম হিসেবে অভিনয়কে বেছে নেন। তাঁর দাবি যে,এত বছর ধরে অভিনয় করছি এবং এখনও রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে শুটিং করতে হচ্ছে এত অর্থ উপার্জন করতে পারিনি এবং কী উপায় করা যায় সেটাও জানি না৷ যে সব নায়িকা বা অভিনেত্রীরা এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত হন তাদের সবসময় একবার বাবা-মার কথা ভাবা উচিত এবং এই ধরনের কাজের কী পরিণতি হতে পারে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা উচিত।
advertisement
অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে টেলিভিশন অভিনেত্রী শার্লি মোদক: আমি মধ্যবিত্ত পরিবার এবং মানসিকতা নিয়ে শুধুমাত্র অভিনয়টা করব বলেই এসেছি। সে ক্ষেত্রে রাতারাতি বড়লোক হওয়ার কোন শর্টকাট উপায়ে হিসেবে অভিনয়কে বেছে নেই নি। সুতরাং, কে বা কারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তা বলা খুব কঠিন। আমার কাছ থেকে কখনোই এত বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া যাবে না। পুরোটাই ব্যক্তি বিশেষে নির্ভর করছে।
advertisement
অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে পরিচালক রেশমী মিত্র: ছোটবেলা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমি যুক্ত তাই দু একটা ঘটনা দিয়ে কখনোই গোটা ইন্ডাস্ট্রি বা এখানকার অভিনেতা অভিনেত্রীদের বিচার করা উচিত নয়। শর্টকাট কখনোই সাফল্যের চাবিকাঠি নয়। আবার এই অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে পুরোটা না জেনেও আমি মন্তব্য করতে চাই না ।কারণ এ বিষয়টি নিয়ে হয়তো ভবিষ্যতে আরও অনেক তথ্য উঠে আসবে। তবে অভিনেত্রী মানেই তাদের বাড়িতে নানা উৎস থেকে এই ধরনের টাকার সন্ধান পাওয়া যাবে এমনটা দেখিনি।