TRENDING:

Nitin Nabin New BJP Working President: পাশে দাঁড়িয়ে নড্ডা এবং শাহ, বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন নিতিন নবীন

Last Updated:

বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জে পি নড্ডা এবং অমিত শাহের উপস্থিতিতে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নিতিন নবীন৷ একাধারে বিহারের মন্ত্রী এবং সুসংগঠক এই নেতাকে এদিন উত্তরীয় পরিয়ে সম্মানে কার্যনির্বাহী সভাপতির চেয়ারে বসিয়ে দেন নড্ডা৷ পাশে তখন দাঁড়িয়ে বিজেপির আরেক প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নড্ডা এবং শাহ ছাড়াও এদিন বিজেপির নয়াদিল্লির কার্যালয়ে উপস্থিত ছিলেন বহু প্রথমসারির নেতা৷
News18
News18
advertisement

গত রবিবারই নিতিন নবীনকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপির সংসদীয় বোর্ড৷ এত বড় দায়িত্ব পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিতিন নিজে৷ তিনি বলেন, ‘‘আমার মতো একজন সামান্য কর্মীকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে৷ দলের মন্ত্র হচ্ছে দবের জন্য কাজ করে যাও, দল তোমার পরিশ্রম এবং কাজের মর্যাদা একদিন নিশ্চই দেবে৷’’

advertisement

আরও পড়ুন: ‘যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!’ এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!

বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷

শুধু তাই নয়, নিতিনের বংশ পরিচয়ও তাঁর এক বিরাট পরিচয়৷ তিনি বিজেপি স্টলওয়ার্ট এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার সুপুত্র৷ বাবার মৃত্যুর পরে উপ নির্বাচনে বিরাট মার্জিনে জিতে ২০০৬ সালে মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি নিতিনের৷

advertisement

দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত৷ দলের অন্দরে সুসংগঠক হিসাবেই তাঁর সুনাম৷ বিহারের মন্ত্রী এবং ছত্তিশগড়ের বিজেপির ইনচার্জ হিসাবে তাঁর কাজ প্রায়শই তাঁর প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল

advertisement

বর্তমানে নিতিন নবীনের বয়স ৪৫ বছর৷ বিজেপি-র ইতিহাসে অন্যতম তরুণ নেতা হিসেবেই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলে তিনি৷ ওয়াকিবহল মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হল যে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলের উপরেই জোর দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের প্রস্তুতি শুরু, সামনে থেকে দেখল পথশিশুরা! সময় এলেই পাওয়া যাবে সুস্বাদু কেক
আরও দেখুন

২০০৮ সালে বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নিতিন নবীন৷ তার পরে ১৭ বছরে বিজেপি-তে তাঁর উত্থান সত্যিই চমকে দেওয়ার মতো৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nitin Nabin New BJP Working President: পাশে দাঁড়িয়ে নড্ডা এবং শাহ, বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন নিতিন নবীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল