Messi in Kolkata: 'যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!' এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!

Last Updated:

Messi in Kolkata: জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল। সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন।

এবার জেরা সিইও-কে
এবার জেরা সিইও-কে
কলকাতা: কলকাতায় মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়া ও অশান্তির ঘটনায় এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দ। তাকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর
advertisement
জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন। তাকে থাকতে বলা হয়েছিল। তাকে জিজ্ঞাসবাদ করহয়। এই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তাই সেই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবেন না তিনি জানেন না।
advertisement
advertisement
তদন্ত কমিটি প্রশ্ন তোলে, আপনি একটা পদে বসে রয়েছেন, তাহলে কেন আপনি গোটা ঘটনা সম্পর্কে জানতে পারবেন না? গোটা বিষয় আপনার নলেজে থাকা উচিত, আপনি সহযোগিতা করুন তদন্তে। এমনটাই জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
এর পরেই বিধান নগর কমিশনারকে জানানো হয় এই বিষয়টা খতিয়ে দেখার। পুলিশ সূত্রে খবর এবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Messi in Kolkata: 'যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!' এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement