Messi in Kolkata: 'যে পদে রয়েছেন, আপনার সব জানা উচিত!' এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Messi in Kolkata: জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল। সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন।
কলকাতা: কলকাতায় মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়া ও অশান্তির ঘটনায় এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দ। তাকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
জানা গিয়েছে, রবিবার রাজ্য সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়েছিল। সেখানে দেব কুমার নন্দ উপস্থিত ছিলেন। তাকে থাকতে বলা হয়েছিল। তাকে জিজ্ঞাসবাদ করা হয়। এই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তাই সেই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবেন না। তিনি জানেন না।
advertisement
advertisement
তদন্ত কমিটি প্রশ্ন তোলে, ”আপনি একটা পদে বসে রয়েছেন, তাহলে কেন আপনি গোটা ঘটনা সম্পর্কে জানতে পারবেন না? গোটা বিষয় আপনার নলেজে থাকা উচিত, আপনি সহযোগিতা করুন তদন্তে।” এমনটাই জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
এর পরেই বিধান নগর কমিশনারকে জানানো হয় এই বিষয়টা খতিয়ে দেখার। পুলিশ সূত্রে খবর এবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 15, 2025 3:59 PM IST










