অপরদিকে, নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় এ বারের লোকসভা নির্বাচনে কেরলের মোট ২০টি আসনের মধ্যে মাত্র দু’টি আসন পেতে চলেছে এনডিএ৷ ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস জোট পেতে পারে ১৪টি আসন, আর বাম জোট পেতে পারে চারটি আসন৷ কংগ্রেস জোটের ১৪টি আসনের মধ্যে রয়েছে রাহুল গান্ধি, শশী থারুরের মতো প্রার্থী৷
advertisement
আরও পড়ুন: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!
বিহারের রাজনীতিতে বারংবার রাজনৈতিক রং হয়েছে৷ নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷ ভোটের মুখে নীতীশের পালাবদলের ঘটনাকে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসাবে চিহ্নিত করেছেন৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরং বলেছেন, তিনি আর কখনই রাজনৈতিক শিবির বদলের কথাও ভাবছেন না৷ তিনি এ বার বিজেপির সঙ্গেই থাকবেন৷
আরও পড়ুন: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ
মধ্য প্রদেশের রাজনীতিতেও বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গত বারের চেয়ে ৫৪টি বেশি। মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ। যা ২০০৩ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি। অন্য দিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।
অপরদিকে, জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, কেরলের ভোটের শতাংশের বিচারেও বামপন্থী জোটের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে কংগ্রেস জোট৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৪৭ শতাংশ ভোট, এনডিএ জোট পেতে পারে ১৮ শতাংশ ভোট আর বামপন্থী জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট৷