News18’s Mega Opinion Poll: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ

Last Updated:

News18’s Mega Opinion Poll: নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক এইট্টিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, বিহারের লোকসভার মোট ৪০টি আসনের মধ্যে ৩৮টি আসনে জয় পেতে চলেছে এনডিএ৷ অর্থাৎ বিজেপি ও জেডিইউ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷ এর পাশাপাশি, মাত্র দু’টি আসনে জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট৷ যেটিতে রয়েছে আরজেডি ও কংগ্রেসের জোট৷ অর্থাৎ, বিহারেও বিপুল সাফল্য পেতে চলেছে এনডিএ জোট৷
আরও পড়ুন – মানুষ করতে পারিনি…,’ ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি নেত্রী পরিবারে হাত বিজেপি-র? খোলসা করলেন বাবুন
বিহারের রাজনীতিতে বারংবার রাজনৈতিক রং হয়েছে৷ নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷ ভোটের মুখে নীতীশের পালাবদলের ঘটনাকে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসাবে চিহ্নিত করেছেন৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরং বলেছেন, তিনি আর কখনই রাজনৈতিক শিবির বদলের কথাও ভাবছেন না৷ তিনি এ বার বিজেপির সঙ্গেই থাকবেন৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এমনই ফল হয়েছিল বিহারে৷ সেখানে ৩৯ আসনে জয় পেয়েছিল বিজেপি৷ আর একটি মাত্র আসনে জিতেছিল আরজেডি৷ কিন্তু ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ফল একেবারে উল্টো হয়েছিল৷ ২০২০ সালে আরজেডি বিধানসভায় জিতেছিল ৭৫টি আসনে, বিজেপি জিতেছিল ৭৪টি আসনে, জেডিইউ জিতেছিল ৭১টি আসনে৷ কংগ্রেস জিতেছিল ১৯টি আসনে৷ সিপিআইএম (এল) জিতেছিল ১২টি আসনে, মিম জিতেছিল পাঁচটি আসনে৷ তবে লোকসভায় নেই ভোটের ফল একেবারে পাল্টে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
News18’s Mega Opinion Poll: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement