News18’s Mega Opinion Poll: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
News18’s Mega Opinion Poll: নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক এইট্টিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, বিহারের লোকসভার মোট ৪০টি আসনের মধ্যে ৩৮টি আসনে জয় পেতে চলেছে এনডিএ৷ অর্থাৎ বিজেপি ও জেডিইউ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷ এর পাশাপাশি, মাত্র দু’টি আসনে জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট৷ যেটিতে রয়েছে আরজেডি ও কংগ্রেসের জোট৷ অর্থাৎ, বিহারেও বিপুল সাফল্য পেতে চলেছে এনডিএ জোট৷
আরও পড়ুন – মানুষ করতে পারিনি…,’ ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি নেত্রী পরিবারে হাত বিজেপি-র? খোলসা করলেন বাবুন
বিহারের রাজনীতিতে বারংবার রাজনৈতিক রং হয়েছে৷ নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷ ভোটের মুখে নীতীশের পালাবদলের ঘটনাকে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসাবে চিহ্নিত করেছেন৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরং বলেছেন, তিনি আর কখনই রাজনৈতিক শিবির বদলের কথাও ভাবছেন না৷ তিনি এ বার বিজেপির সঙ্গেই থাকবেন৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এমনই ফল হয়েছিল বিহারে৷ সেখানে ৩৯ আসনে জয় পেয়েছিল বিজেপি৷ আর একটি মাত্র আসনে জিতেছিল আরজেডি৷ কিন্তু ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ফল একেবারে উল্টো হয়েছিল৷ ২০২০ সালে আরজেডি বিধানসভায় জিতেছিল ৭৫টি আসনে, বিজেপি জিতেছিল ৭৪টি আসনে, জেডিইউ জিতেছিল ৭১টি আসনে৷ কংগ্রেস জিতেছিল ১৯টি আসনে৷ সিপিআইএম (এল) জিতেছিল ১২টি আসনে, মিম জিতেছিল পাঁচটি আসনে৷ তবে লোকসভায় নেই ভোটের ফল একেবারে পাল্টে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 6:36 PM IST