Mamata on Babun Banerjee: ‘মানুষ করতে পারিনি...,’ ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি নেত্রী পরিবারে হাত বিজেপি-র? খোলসা করলেন বাবুন

Last Updated:

লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে এবার কোন্দল শুরু হয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘর’ থেকেই৷ হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, ‘‘হাওড়ার মানুষ ওঁকে প্রার্থী হিসাবে মেনে নিচ্ছেন না৷ এই প্রার্থী ঠিক হয়নি৷’’

শিলিগুড়ি: ‘পরিবারতন্ত্র’ তিনি মানেন না৷ মানুষই তাঁর ‘পরিবার’, ‘পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক’৷ নিজের ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ঠিক এইভাবেই তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসাবে কেউ পরিচয় দেবে না।’’
লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে এবার কোন্দল শুরু হয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘর’ থেকেই৷ হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাবুন৷ রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘‘যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলাধাক্কা দিয়েছিলেন৷ আমাকে অপমান করেছিলেন৷ হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না৷ এই প্রার্থী ঠিক হয়নি৷’’
advertisement
এরপরেই, রাজনৈতিক মহলে হাওয়া ওঠে, হাওড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন স্বয়ং মমতার ভাই বাবুন৷ তা না হওয়াতেই তিনি দিল্লি পাড়ি দিয়েছেন বলে সূত্রের খবর৷ যদিও আরেক অংশ দাবি করে, তিনি নির্দল হিসাবেই হাওড়া থেকে লড়বেন৷
advertisement
আরও পড়ুন: জলের ট্যাঙ্কে দেহ ঢুকিয়ে গাঁথা হচ্ছিল ইট…নিমতায় বীভৎস হত্যাকাণ্ড! পুলিশি তৎপরতায় মুহূর্তে ফাঁস ষড়যন্ত্র..কী ভাবে?
এই সমস্ত জল্পনার মাঝেই এবার বাবুনকে নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এদিন শিলিগুড়ি থেকে ভাইকে নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন মমতা৷ বলেন, ‘‘আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার সবার পরিবার। আমাদের কেউ এইরকম নয়। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমার পরিবারে বাবুন বলে কেউ আছে বলে মনে করি না। বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসাবে কেউ পরিচয় দেবে না।’’
advertisement
এরপরেই তাঁর মন্তব্য, ‘‘আমাদের পরিবারে ৩২ জন সদস্য। কেউ এইরকম করে না৷ প্রসূন ব্যানার্জি একজন অর্জুন পুরস্কার জয়ী। এর আগেও অনেক ইলেকশনে আমাকে সমস্যা করেছে। তখন হয়ত রাজনীতিটা করতাম বলে, আমি ওকে হয়ত মানুষ করতে পারিনি। বিজেপি সব সময় ঘর ভাঙার খেলা করে৷ আমি পরিবারতন্ত্র করি না। আপনাদের জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম। ’’
advertisement
আরও পড়ুন: নামেই স্কুলের শিক্ষক! বেতন চতুর্থ শ্রেণির কর্মীর থেকেও কম, বর্ধিত বেতনের দাবিতে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকেরা
অন্যদিকে, সর্বসমক্ষে সমস্ত ‘সম্পর্ক’ ছিন্ন করার বার্তা দিতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘‘আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি ফেক নিউজ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আছি। আমার জনগণের কাছে এটা বার্তা৷ আমি একজন অসুস্থ মানুষকে দেখতে (দিল্লিতে?) এসেছি। আমার বিজেপি-তে যোগদান ফেক নিউজ৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata on Babun Banerjee: ‘মানুষ করতে পারিনি...,’ ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি নেত্রী পরিবারে হাত বিজেপি-র? খোলসা করলেন বাবুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement