Nimta Murder: জলের ট্যাঙ্কে দেহ ঢুকিয়ে গাঁথা হচ্ছিল ইট...নিমতায় বীভৎস হত্যাকাণ্ড! পুলিশি তৎপরতায় মুহূর্তে ফাঁস ষড়যন্ত্র..কী ভাবে?
- Reported by:Sourav Tewari
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত মঙ্গলবার হঠাৎই রাত আড়াইটে নাগাদ পাশের বাড়ির ছাদে কয়েকজন সন্দেহভাজন লোককে জলের ট্যাঙ্কের উপরে ইট গাঁথতে দেখেন এক ব্যক্তি৷ সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎই খবর দেন নিমতা থানায়৷ তারপরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় দেহ৷ গ্রেফতার হয় দু’জন৷
কলকাতা: প্রথমে মাথায় উইকেটের বাড়ি মেরে খুন৷ তারপর দেহ ঢুকিয়ে দেওয়া হল জলের ট্যাঙ্কে৷ এখানেই শেষ নয়, দেহ জলের ট্যাঙ্কে ঢোকানোর পরে মধ্যরাতে তা ইঁট দিয়ে গেঁধে ফেলার চেষ্টাও চলছিল৷ কিন্তু, ঢাকা গেল না অপরাধ৷ প্রতিবেশীর তৎপরতায় সামনে এল ভয়ঙ্কর এক খুনের ঘটনা৷ নিমতার এই ঘটনায় ইতিমধ্যেই তটস্থ গোটা এলাকা৷
ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানি৷ বছর চুয়াল্লিশ বয়স৷ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেন এর বাসিন্দা৷ ব্যবসায়ী পরিবার সূত্রের খবূর, গত পশু থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি৷ কিন্তু, তখন কে জানত, এই ভব্য লাখানি আসলে ভবানীপুর বা তার ধারকাছেই নেই৷ তাঁকে দু’দিন আগেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নিমতায়৷
advertisement
আরও পড়ুন: নামেই স্কুলের শিক্ষক! বেতন চতুর্থ শ্রেণির কর্মীর থেকেও কম, বর্ধিত বেতনের দাবিতে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকেরা
গত মঙ্গলবার হঠাৎই রাত আড়াইটে নাগাদ পাশের বাড়ির ছাদে কয়েকজন সন্দেহভাজন লোককে জলের ট্যাঙ্কের উপরে ইট গাঁথতে দেখেন এক ব্যক্তি৷ সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎই খবর দেন নিমতা থানায়৷ তারপরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় দেহ৷ গ্রেফতার হয় দু’জন৷
advertisement
advertisement
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন…সতর্ক হোন! নাহলেই হয়ে যাবে বড় ধরনের কোনও ক্ষতি
এরপরেই খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়৷ ভব্য লখানির বাড়ি যে এলাকায়, সেটি বালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা৷ জানা গিয়েছে, নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে৷ পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের এক বিজনেস পার্টনারকে আটকও করেছে। তাঁকে নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে চলছে বালিগঞ্জ থানার পুলিশের সার্চ অপারেশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 13, 2024 10:22 AM IST








