News18’s Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!

Last Updated:

News18’s Mega Opinion Poll: মধ্য প্রদেশের রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন।

মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়?
মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়?
ভোপাল: সামনেই লোকসভা ভোট। তার আগে যে যার মতো করে ঘর গোছাচ্ছে। একদিকে ইন্ডিয়া জোট। ঐক্য নিয়ে নানা প্রশ্ন। আর অন্যদিকে এনডিএ জোট। মোদী কি গ্যারান্টি। লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক এইট্টিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে ২৯ লোকসভা আসনের মধ্যে ২৮ আসনই পেতে পারে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের ভাগ্যে যেতে পারে মাত্র ১টি আসন। অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷
মধ্য প্রদেশের রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গত বারের চেয়ে ৫৪টি বেশি। মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ। যা ২০০৩ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি। অন্য দিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।
advertisement
advertisement
দেশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য। মোট ২৯ লোকসভা আসন রয়েছে মধ্যপ্রদেশে। আসনগুলি হল, মোরেনা, ভিন্দ, গোয়ালিয়র, গুনা, সাগর, টিকামগড়, দামহো, খাজুরাহো, সাতনা, রেওয়া, সিদ্ধি,শাদোল, জব্বলপুর, মাণ্ডেলা, বালাঘাট, ছিন্দওয়ারা, হোসাঙ্গাবাদ, বিদিশা, ভোপাল,রাজগড়, দেওয়াস, উজ্জয়িন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খাণ্ডোয়া,বেতুল।
advertisement
২০১৯ সালের লোকসভা ভোটে মোট ২৯ আসনের মধ্যে ২৯ আসনই পেয়েছিল বিজেপি। এবার ১ আসন কম পেতে পারে বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18’s Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement