News18’s Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!

Last Updated:

News18’s Mega Opinion Poll: মধ্য প্রদেশের রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন।

মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়?
মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়?
ভোপাল: সামনেই লোকসভা ভোট। তার আগে যে যার মতো করে ঘর গোছাচ্ছে। একদিকে ইন্ডিয়া জোট। ঐক্য নিয়ে নানা প্রশ্ন। আর অন্যদিকে এনডিএ জোট। মোদী কি গ্যারান্টি। লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এ বারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী রকম হতে চলেছে৷ নেটওয়ার্ক এইট্টিনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে ২৯ লোকসভা আসনের মধ্যে ২৮ আসনই পেতে পারে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের ভাগ্যে যেতে পারে মাত্র ১টি আসন। অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে৷
মধ্য প্রদেশের রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গত বারের চেয়ে ৫৪টি বেশি। মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ। যা ২০০৩ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি। অন্য দিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।
advertisement
advertisement
দেশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য। মোট ২৯ লোকসভা আসন রয়েছে মধ্যপ্রদেশে। আসনগুলি হল, মোরেনা, ভিন্দ, গোয়ালিয়র, গুনা, সাগর, টিকামগড়, দামহো, খাজুরাহো, সাতনা, রেওয়া, সিদ্ধি,শাদোল, জব্বলপুর, মাণ্ডেলা, বালাঘাট, ছিন্দওয়ারা, হোসাঙ্গাবাদ, বিদিশা, ভোপাল,রাজগড়, দেওয়াস, উজ্জয়িন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খাণ্ডোয়া,বেতুল।
advertisement
২০১৯ সালের লোকসভা ভোটে মোট ২৯ আসনের মধ্যে ২৯ আসনই পেয়েছিল বিজেপি। এবার ১ আসন কম পেতে পারে বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18’s Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: মধ্যপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৯-এ ২৮ আসনই পেতে চলেছে বিজেপি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement