বীরেন বসাক মূলত নদিয়ার বাসিন্দা এবং তাঁতের শাড়ি তৈরি করেন। তিনি এদিন প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্য একটি বিশেষ জিনিস নিয়ে যান, যা খুবই পছন্দ হয় মোদির। মোদি টুইট করেছেন, "শ্রী বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। উনি খুবই স্বনামধন্য তাঁতি। শাড়িতে ভারতের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরেন তিনি। পদ্মশ্রী প্রাপ্তদের সঙ্গে আমি যখন কথা বলছিলাম তখন তিনি আমায় খুব সুন্দর একটি জিনিস দেখিয়েছেন যা আমার খুব ভালো লেগেছে।"
advertisement
আরও পড়ুন- বছরে ৩ কোটি টাকার প্রতারণা! পিঙ্ক ফ্রড কল সেন্টারের ৬ মহিলা গ্রেফতার
এই পোস্টের সঙ্গে সেদিনের একটি ছবি শেয়ার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদিকে নিজের বোনা একটি তাঁতের শাড়ি দেখাচ্ছেন বীরেন কুমার বসাক। সেই শাড়িতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন। তাঁর কথা শুনছেন ভারতের নানা ধর্ম ও জাতির মানুষ। মুগ্ধতার দৃষ্টিতে এই শাড়ির দিকে তাকিয়ে রয়েছেন মোদি।
আরও পড়ুন- GMRC Recruitment 2021: মেট্রো রেল কর্পোরেশনে কাজের সুযোগ! আজই আবেদন করুন
এবার পদ্ম অ্যাওয়ার্ড সেরেমনিতে ১১৯ জনকে সম্মানিত করা হয়েছে। এঁদের মধ্যে ১০২ জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বীরেন কুমার বসাকও (Biren Kumar Basak)। ১০ জনকে পদ্মভূষণ ও ৭ জনকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৭০ সালে মাত্র এক টাকা সঙ্গে নিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বীরেন কুমার বসাক। কিন্তু আজ তাঁর বার্ষিক আয় হয় ২৫ কোটি টাকা। বীরেন কুমার বসাকের থেকে যাঁরা নিয়মিত শাড়ি কেনেন তাঁদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এছাড়া রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়, শিল্পী উস্তাদ আমজাদ আলি খাঁ, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর সহ আরও অনেকে।