TRENDING:

Mumbai Metro Tree Plantation: ১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি

Last Updated:

Mumbai Metro Tree Plantation: অধিকাংশ গাছ শুকিয়ে গিয়েছে। একটি বৃক্ষের গায়ে লোহার পেরেক পোঁতা। মুম্বই মেট্রোর ৩টি রুটে ৫৮৪টি গাছ লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করতে ১২ কোটি টাকা বাজেটের কথা বলা হয়েছিল। সেই ব্যায় বৈধ ভাবে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবি উঠল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অধিকাংশ গাছ শুকিয়ে গিয়েছে। একটি বৃক্ষের গায়ে লোহার পেরেক পোঁতা। মুম্বই মেট্রোর ৩টি রুটে ৫৮৪টি গাছ লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করতে ১২ কোটি টাকা বাজেটের কথা বলা হয়েছিল। সেই ব্যায় বৈধ ভাবে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবি জানাল ওয়াচডগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গডফ্রে পিমেন্টা এবং নিকোলাস আলমেদা।
১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
advertisement

মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (এমএমআরসিএল) প্রকাশ করেছে যে শহরের ১৩টি বিভিন্ন স্থানে মেট্রো ৩টি রুটে লাগানো ৫৮৪টি গাছের রোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ২ লক্ষ টাকা খরচ হয়েছে। তথ্যের অধিকার (আরটিআই)-এর প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মুম্বাই মেট্রো জানিয়েছে, গাছ সরবরাহ, বিতরণ, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা। কিন্তু তার পর গাছগুলির এই অবস্থা কেন? এ নিয়েই প্রশ্ন তুলেছে আরটিআই।

advertisement

আরও পড়ুন- চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী

আরটিআই আধিকারিক বলেন, “অ্যারেতে মেট্রো কারশেডের জন্য, ২,২৯৮টি গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল, তার পরে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল যাতে ৫৩১টি গাছ কাটার প্রস্তাব দেওয়া হয়েছিল গাছ কর্তৃপক্ষের কাছে। সর্বশেষ প্রস্তাব ছিল ২৭০টি গাছের। ক্ষতিপূরণমূলক বনায়নের অধীনে, গাছ প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখানে নতুন চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সেগুলির অবস্থা দেখুন। আমি যখন এই বিষয়ে একটি আরটিআই দায়ের করেছি, তখন তারা বলেছিল যে এটিতে ১২ কোটি টাকা খরচ হয়েছে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ, গাছের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। এদিকে হিসেবে দেখানো হয়েছে প্রতিটি গাছের জন্য ২ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণের খরচা দেওয়া হয়েছে। আধিকারিকের কথায়, “যদি রক্ষণাবেক্ষণ করা হয় তবে কী ভাবে গাছগুলোর এই অবস্থা? এটি একটি সম্পূর্ণ প্রতারণা!” হিসেব মিলিয়ে দেখার জন্যই তদন্তের দাবি সেই সংস্থার।

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Metro Tree Plantation: ১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল