West Bardhaman News: চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী

Last Updated:

ফাঁসির মতো কঠোর সাজার দাবিতে গর্জন উঠল যৌনপল্লী থেকে। প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হল দিশা যৌনপল্লীতে। 

+
দিশা

দিশা যৌনপল্লীতে যৌনকর্মীদের প্রতিবাদ।

আসানসোল, পশ্চিম বর্ধমান: এক সপ্তাহ পার। আরজি কর কাণ্ডে প্রতিবাদ চলছেই। প্রতিবাদের ভাষা হিসেবে চিকিৎসকরা কর্মবিরতি চালাচ্ছেন। শহর ছাড়িয়ে দেশ জুড়ে শোনা যাচ্ছে প্রতিবাদের আওয়াজ। এ বার আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন যৌনকর্মীরা।
ফাঁসির মতো কঠোর সাজার দাবিতে গর্জন উঠল যৌনপল্লী থেকে। প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হল দিশা যৌনপল্লীতে।
advertisement
আসানসোলের কুলটির চবকা দিশা যৌনপল্লী। যা রাজ্যের অন্যতম বড় একটি যৌনপল্লী। এ বার সেখান থেকেও আরজি কর কাণ্ডের বিরুদ্ধে শোনা গেল প্রতিবাদের  স্বর। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের কঠোরতম সাজা দেওয়ার দাবি তুলেছেন যৌনকর্মীরা। তাঁরা প্রশ্ন তুলেছেন নারীর সুরক্ষা নিয়ে। তাঁদের দাবি, সুরক্ষা সুনিশ্চিত করতে হলে, নারীদের মনোবল বাড়াতে গেলে, এই ঘটনায় কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
advertisement
যৌনকর্মীরা বলছেন, “একজন চিকিৎসক, যিনি মানুষের জীবন বাঁচান, তিনিই বর্তমানে সুরক্ষিত নন। তাঁকেই এমন ঘৃণ্য অপরাধের শিকার হতে হয়েছে। তাহলে যাঁরা যৌনকর্মীরকাজ করেন, তাঁদের নিরাপত্তা তো আরও তলানিতে। তাঁরাও যে কোনওদিন এমন ভিন্ন অপরাধের শিকার হতে পারেন! তা ছাড়া যে ভাবে নৃশংস অত্যাচার ওই চিকিৎসক পড়ুয়ার উপর চালানো হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন যৌনকর্মীরা।”
advertisement
উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া যে ঘটনার শিকার হয়েছেন, তাতে গর্জে উঠেছে গোটা দেশ। চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। মেয়েদের রাত দখলের মত প্রতিবাদমূলক কর্মসূচি হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন অলিগলিতে হয়েছে প্রতিবাদ। প্রতিবাদ চলছে দেশ জুড়ে আর এ বার সমাজের মূল অংশ থেকে বেশ কিছুটা দূরে থাকা যৌনপল্লীর বাসিন্দারা গর্জে উঠলেন আরজি কর কাণ্ডের বিরুদ্ধে।
advertisement
নয়ন ঘোষ  
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement