West Bardhaman News: চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
ফাঁসির মতো কঠোর সাজার দাবিতে গর্জন উঠল যৌনপল্লী থেকে। প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হল দিশা যৌনপল্লীতে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: এক সপ্তাহ পার। আরজি কর কাণ্ডে প্রতিবাদ চলছেই। প্রতিবাদের ভাষা হিসেবে চিকিৎসকরা কর্মবিরতি চালাচ্ছেন। শহর ছাড়িয়ে দেশ জুড়ে শোনা যাচ্ছে প্রতিবাদের আওয়াজ। এ বার আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন যৌনকর্মীরা।
ফাঁসির মতো কঠোর সাজার দাবিতে গর্জন উঠল যৌনপল্লী থেকে। প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হল দিশা যৌনপল্লীতে।
advertisement
আসানসোলের কুলটির চবকা দিশা যৌনপল্লী। যা রাজ্যের অন্যতম বড় একটি যৌনপল্লী। এ বার সেখান থেকেও আরজি কর কাণ্ডের বিরুদ্ধে শোনা গেল প্রতিবাদের স্বর। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের কঠোরতম সাজা দেওয়ার দাবি তুলেছেন যৌনকর্মীরা। তাঁরা প্রশ্ন তুলেছেন নারীর সুরক্ষা নিয়ে। তাঁদের দাবি, সুরক্ষা সুনিশ্চিত করতে হলে, নারীদের মনোবল বাড়াতে গেলে, এই ঘটনায় কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
advertisement
যৌনকর্মীরা বলছেন, “একজন চিকিৎসক, যিনি মানুষের জীবন বাঁচান, তিনিই বর্তমানে সুরক্ষিত নন। তাঁকেই এমন ঘৃণ্য অপরাধের শিকার হতে হয়েছে। তাহলে যাঁরা যৌনকর্মীরকাজ করেন, তাঁদের নিরাপত্তা তো আরও তলানিতে। তাঁরাও যে কোনওদিন এমন ভিন্ন অপরাধের শিকার হতে পারেন! তা ছাড়া যে ভাবে নৃশংস অত্যাচার ওই চিকিৎসক পড়ুয়ার উপর চালানো হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন যৌনকর্মীরা।”
advertisement
উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া যে ঘটনার শিকার হয়েছেন, তাতে গর্জে উঠেছে গোটা দেশ। চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। মেয়েদের রাত দখলের মত প্রতিবাদমূলক কর্মসূচি হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন অলিগলিতে হয়েছে প্রতিবাদ। প্রতিবাদ চলছে দেশ জুড়ে আর এ বার সমাজের মূল অংশ থেকে বেশ কিছুটা দূরে থাকা যৌনপল্লীর বাসিন্দারা গর্জে উঠলেন আরজি কর কাণ্ডের বিরুদ্ধে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: চিকিৎসকরাই নিরাপত্তা পান না, তাঁদের কী হবে? আরজি কর কাণ্ডে গর্জে উঠল যৌনপল্লী