যদিও এসব নিয়ে মাথা ঘামাতে চাইছে না বিজেপি৷ বরং মধ্যপ্রদেশের রাজনীতিকে নতুন খাতে বইয়ে দিতে এখন তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে চাইছে বিজেপি নেতৃত্ব৷ সেই কারণেই আজ মধ্যপ্রদেশের রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে বিজেপি৷ আজ ভোপালে রাজ্যপাল ফেরার পরেই তাঁরা দেখা করবেন বলে খবর৷
ওদিকে আস্থা ভোটের বিষয়েও দ্রুত এগিয়ে যেতে চাইছে বিজেপি৷ আগামী ১৬ মার্চ আস্থা ভোট চাইছে বিজেপি৷ কিন্তু তা সম্ভব করতে দিতে চাইছে না কংগ্রেস৷ কংগ্রেসের পক্ষে বলা হয়েছে, কোনও বিধায়কের ইস্তফাই গ্রহণ করা হয়নি৷ তাই এভাবে আস্থা ভোট করা যায় না৷ এর পাশাপাশি মধ্যপ্রদেশের অধক্ষ্য জানিয়েছেন, যে বিধায়করা পদত্যাগ করেছেন, তাঁদের সামনাসামনি এসে পদত্যাগ পত্র দিতে হবে৷ না হলে তা গৃহীত হবে না৷ এই নিয়ে শুক্রবারের মধ্যে হাজিরা দেওয়ার কথা নোটিশ দিয়ে জানিয়েছেন স্পিকার৷ বিধায়কদের সামনে এসে বলতে হবে যে তাঁরা স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন, না তাঁদের ওপর চাপ তৈরি করা হয়েছিল৷
ওদিকে বিজেপি বিধায়করা রয়েছে মানেসরের বিলাসবহুল ভিলায়৷ ১০৬ বিজেপি বিধায়কদের স্টুডিও অ্যাপার্টমেন্ট ভিলায় রেখেছে গেরুয়া শিবির৷ হরিয়ানা পুলিশ সেই বিশাল ভিলার সামনে সারাক্ষণ পাহারা দিচ্ছে৷ রয়েছে হরিয়ানা পুলিশের সিআইডি উইিংও৷ কেউ অপরিচিত কারওর সঙ্গে দেখা করতে পারবেন না, কথাও বলতে পারছেন না৷
