India Bangladesh Relations: অবশেষে ঢাকার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল দিল্লি! ভারতে আসার সব রাস্তা বন্ধ, মাথায় হাত বাংলাদেশিদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh Relations: টানা ভারত-বিরোধী মন্তব্যের জন্য ভারতে থাকা বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছিল নয়াদিল্লি। এবার ঢাকায় থাকা ভারতের ভিসা অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করল নয়াদিল্লি।
advertisement
1/5

বাংলাদেশের বিরুদ্ধে এবার রক্ষণশীলতার পথ থেকে সরল ভারত। টানা ভারত-বিরোধী মন্তব্যের জন্য ভারতে থাকা বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছিল নয়াদিল্লি। এবার ঢাকায় থাকা ভারতের ভিসা অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করল নয়াদিল্লি।
advertisement
2/5
ঘটনার সূত্রপাত গত সোমবার, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসানত আবদুল্লা একের পর এক ভারতবিদ্বেষী মন্তব্য করেন। তিনি হুমকি দেন, ভার বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে বাংলাদেশ, এবং সেই সঙ্গে আরও হুমকি দেন, এদের সাহায্যে সেভেন সিস্টারকে ভারত থেকে ছিনিয়ে নিতে পারে।
advertisement
3/5
বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে তলব করা হয়েছিল৷ আমরা তাঁকে জানিয়েছি, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷ বিশেষ করে ঢাকার কিছু চরমপন্থী ভারতীয় কমিশনে নাশকতা চালানোর জন্য উস্কানিমূলক কথা বলেছে৷’’
advertisement
4/5
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (Indian Visa Application Centre) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুপুর ২টো থেকে ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। যারা আজ কের স্লট বুক করেছিলেন তাদের অন্য স্লট বুক করতে বলা হয়েছে।
advertisement
5/5
বাংলাদেশে বারতের মোট ২২টি ভিসা কেন্দ্র রয়েছে, বছরে ২২ লক্ষ ভারতীয় ভিসার আবেদন জমা পড়ে এই কেন্দ্রগুলিতে। প্রসঙ্গত, বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়, সেখানেও ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়।