আরও পড়ুন: বিধাননগরের মসনদে কে? মমতার বাড়ি থেকে বেরিয়ে যা বললেন কৃষ্ণা চক্রবর্তী....
আজ রাজ্যে চার পৌরনিগম নির্বাচনের ফলাফলে বিজেপির ভরা ডুবি নিয়ে সমালোচনা করেন জয়প্রকাশ । তিনি জানান, বাংলায় বিজেপি চালাচ্ছে 'তৎকাল ' বিজেপি কর্মীরা। নাম না করে তিনি অর্জুন সিংকে বিঁধতেও ছাড়েননি। তাঁর কথায়, এই 'তৎকাল'রা একেবারেই 'অনভিজ্ঞ'। জয়প্রকাশ বলেন, "২০১৮ সাল থেকে সারা রাজ্যে ৪৫০ জন ছেলে মেয়ে দলের বিস্তারক হিসাবে কাজ করেছিল। যাদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। ওই বিস্তারকরা রাজ্যে প্রায় ৭৩ হাজার বুথে বুথ কমিটি তৈরি করেছিল। যার ওপর ভর করে ২০১৯ সালে লোকসভায় বিজেপি ১৮ টি আসন লাভ করেছিল।তারপর থেকেই বিজেপির মধ্যে একটা জোয়ার এসেছিল। সে সময়,ওই বিস্তারকদের শুধু খাওয়া ও যাতায়াত ভাড়া দিতে দল।"
advertisement
আরও পড়ুন: রাস্তা দিয়ে এ কী ছুটছে! পিংলায় একটি লরিকে কেন্দ্র করে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের
২০২১ সালের বিধান সভা নির্বাচনের এক মাস আগে, বিজেপির অমিতাভ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পরই ওদের ,' চাকরদের আমার দরকার নেই ' বলে তাড়িয়ে দিয়েছিলেন, এমনটাই দাবি জয়প্রকাশের। যার ফলে বুথ স্তরের সংযোগ থেকে দল ছিটকে গিয়েছিল। তারই ফল পেতে হয়েছিল ২০২১এর নির্বাচনে। পরবর্তী নির্বাচনে বিজেপির পর পর পতন হয়েছে বৈ উন্নতি হয়নি।
জয়প্রকাশ বলেন, বিজেপি দলটা এখন টুইটার,হাইকোর্ট ও রাজভবন নিয়ে চলছে, যাদের সাধারণ কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই ভাবে চলতে থাকলে,আগামীদিনে দলটা এই রাজ্যে একেবারেই হাতেগোনা হয়ে পড়বে।