এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য হল দেশের সকলের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার। সমস্ত লিঙ্গ, বর্ণ, শ্রেণির এবং অর্থনৈতিক স্তরের মানুষের জন্য পরিচ্ছন্ন শৌচাগারের অধিকারের কথাই বলা হচ্ছে এই অভিযানে।
আরও পড়ুন: এ যেন সিনেমা! ভালবাসার মানুষকে পাওয়ার এই গল্প চমকে দেবে সবাইকে
ভারতের মতো দেশে একবিংশ শতাব্দীতেও এক অন্যতম সমস্যা হল মুক্তশৌচের সমস্যা। শুধু তাই নয় পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাবে নানা রকমের রোগ ছড়ায়ে এ দেশে আজও। পর্যাপ্ত জলের অভাবে দেশের বহু পরিবারই শৌচাগারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না। ২০২০ সালে চালু করা হয় একটি বিশেষ গান, সেখানে স্বচ্ছতার বার্তা দেয় একটি শিশু। আর এ বার ভারত সরকারের সহায়তায় হারপিক এ দেশে প্রথমবারের মতো চালু করেছে সকলের জন্য স্বাস্থ্য বিধানের অঙ্গীকার ও প্রস্তাবনা। যেখানে অন্যতম দিক হল বিশুদ্ধ জল।
advertisement
আরও পড়ুন: দিল্লির ছায়া মুম্বইয়ে! গার্লফ্রেন্ডকে খুনের চেষ্টা বয়ফ্রেন্ডের, পরের কাণ্ড মারাত্মক
হারপিক চেষ্টা করছে এ দেশের কয়েক হাজার সাফাইকর্মীর জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রচলনের উদ্দেশে সচেতনতা প্রচার করতে।
নেটওয়ার্ক ১৮-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এ + ই নেটওয়ার্কস টিভি ১৮-এর ম্যানেজিং ডিরেক্টর অবিনাশ কৌল বলেন, “ভারত সাম্প্রতিক বছরগুলিতে অবিশ্বাস্যভাবে উন্নতি করেছে। দায়িত্বশীল সংবাদ সংস্থা হিসাবে আমরাও একটি ভূমিকা পালন করতে চেয়েছি। সে কারণেই এই অভিযানে যোগ দেওয়া।
নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ডিজিটাল সিইও এবং কর্পোরেট স্ট্র্যাটেজির সভাপতি পুনীত সিংভি বলেন,
‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বৃহদাংশের মানুষের মধ্যে আচার ও আচরণগত পরিবর্তন করার উদ্দেশে জল সংরক্ষণ ও নিরাপত্তার সঙ্গে স্বচ্ছতার বিষয়টিকেও জুড়ে নিয়েছি।’