এ যেন সিনেমা! ভালবাসার মানুষকে পাওয়ার এই গল্প চমকে দেবে সবাইকে

Last Updated:

উত্তরপ্রদেশের মান্দাসৌরের গুণা জেলার ঘটনা। ভিন্ন ধর্মে এক ব্যক্তির প্রেমে পড়েন নাজনিন বানো। প্রেমের শুরু টিকটক থেকে।

এ যেন সিনেমা! ভালবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন নিয়ে নিজের ধর্ম বদলে ফেললেন যুবতী।
উত্তরপ্রদেশের মান্দাসৌরের গুণা জেলার ঘটনা। ভিন্ন ধর্মে এক ব্যক্তির প্রেমে পড়েন নাজনিন বানো। প্রেমের শুরু টিকটক থেকে। সেখানে দীপক গোস্বামী নামে এক যুবকের প্রোফাইল পছন্দ হয় নাজনিনের। দীপককে 'ফলো' করা শুরু করেন তিনি। সেই যুবকও নাজনিনের অনুগামীদের তালিকায় সামিল হন। এর পর আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে।
advertisement
দীপককে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাজনিন। তবে আশঙ্কা ছিল, পরিবারের সদস্যরা তাঁদের এই সম্পর্ক মেনে নেবেন না। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে চম্পট দেন তাঁরা।
advertisement
দুই ভিন্ন ধর্মের মানুষ বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমনটাই আশঙ্কা করেন দীপক এবং নাজনিন। অগত্যা মুশকিল আসান করতে পরিবারের দ্বারস্থ হন ২২-এর দীপক। সকলকে জানান, নাজনিন তাঁদের ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক। বৃহস্পতিবার  ধর্মান্তরিত হন নাজনিন। ১৯ বছরের নাজনিন হয়ে ওঠেন ন্যান্সি গোস্বামী। এর পর সাতপাক ঘুরে বিয়ে করেন তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ যেন সিনেমা! ভালবাসার মানুষকে পাওয়ার এই গল্প চমকে দেবে সবাইকে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement