TRENDING:

Mehul Choksi Arrest: গ্রেফতার মেহুল চোকসি ! ভারতের অনুরোধেই বেলজিয়ামে ধৃত ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত

Last Updated:

Mehul Choksi Arrested In Belgium: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের এক শহরে গত বেশ কিছু সপ্তাহ ধরে ছিলেন মেহুল। এমন খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অবশেষে গ্রেফতার মেহুল চোকসি ৷ বেলজিয়ামে গ্রেফতার করা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে (Mehul Choksi)। সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ভারতের তরফে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলে, বেলজিয়াম পদক্ষেপ করে। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের এক শহরে বেশ কিছু সপ্তাহ ধরে ছিলেন মেহুল। এমন খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷
গ্রেফতার মেহুল চোকসি  (File Photo)
গ্রেফতার মেহুল চোকসি (File Photo)
advertisement

আরও পড়ুন– ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার কাহিনি গায়ে কাঁটা জাগাবে! কেন বেছে নেওয়া হয়েছিল ৫০০ কোটির বিজনেস জেট Gulfstream G550?

ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, ৬৫ বছরের পলাতক (Fugitive) এই ব্যবসায়ী আপাতত রয়েছেন বেলজিয়ামের জেলে। মুম্বইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে তাকে।

advertisement

আরও পড়ুন- কাজের বিনিময়ে ‘কুপ্রস্তাব’ দিয়ে গভীর রাতে ফোন করতেন পরিচালকরা ! ১৫০ অডিশন দিয়েও হয়েছিলেন রিজেক্ট, বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই চোকসিকে দীর্ঘদিন ধরে খুঁজছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যান্টিগা ও বারবুডায় বেশ অনেক দিন ছিলেন চোকসি। সেখানকার নাগরিকত্বও রয়েছে তার। তবে জানা গিয়েছে, গ্রেফতার করা হলেও শীঘ্রই জামিনের আবেদন জানাবেন মেহুল। ৬৫ বছর বয়সি চোকসির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mehul Choksi Arrest: গ্রেফতার মেহুল চোকসি ! ভারতের অনুরোধেই বেলজিয়ামে ধৃত ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল