ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, ৬৫ বছরের পলাতক (Fugitive) এই ব্যবসায়ী আপাতত রয়েছেন বেলজিয়ামের জেলে। মুম্বইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে তাকে।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই চোকসিকে দীর্ঘদিন ধরে খুঁজছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যান্টিগা ও বারবুডায় বেশ অনেক দিন ছিলেন চোকসি। সেখানকার নাগরিকত্বও রয়েছে তার। তবে জানা গিয়েছে, গ্রেফতার করা হলেও শীঘ্রই জামিনের আবেদন জানাবেন মেহুল। ৬৫ বছর বয়সি চোকসির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি।