কাজের বিনিময়ে ‘কুপ্রস্তাব’ দিয়ে গভীর রাতে ফোন করতেন পরিচালকরা ! ১৫০ অডিশন দিয়েও হয়েছিলেন রিজেক্ট, বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Ayushmati Geeta Matric Pass actress: রুপোলি দুনিয়ায় জায়গা করে নিতে প্রচুর লড়াই করতে হয়েছিল তাঁকেও। এমনকী, অভিনয় দুনিয়ায় কাস্টিং কাউচেরও শিকার হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন অভিনেত্রী কাশিকা কাপুর।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে অভিনয়ের দুনিয়ায় পদার্পণ করেছেন অভিনেত্রী কাশিকা কাপুর। তবে রুপোলি জগতে জায়গা করে নেওয়া তো মুখের কথা নয়। কাশিকাও এর ব্যতিক্রম নন! রুপোলি দুনিয়ায় জায়গা করে নিতে প্রচুর লড়াই করতে হয়েছিল তাঁকেও। এমনকী, অভিনয় দুনিয়ায় কাস্টিং কাউচেরও শিকার হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন অভিনেত্রী। (Photo Courtesy: Kashika Kapoor/Facebook Page)
advertisement
খুব কম বয়সে বলিউডে পা রেখেছেন ২২ বছর বয়সী কাশিকা কাপুর। নিজের নাম তৈরি করতেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তিনি। এমনকী নিজের প্রথম ছবির হাত ধরে ভাল ভাবে জায়গা করে নিতে পেরেছেন এই অভিনেত্রী। নিজের অসাধারণ রূপের জাদুতে ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন কাশিকা। প্রথম ছবি ‘আয়ুষ্মতী গীতা ম্যাট্রিক পাশ’ ছবিতে অভিনয় করে সকলের মনও জিতে নিয়েছেন। কিন্তু তার আগে অনেক বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। (Photo Courtesy: Kashika Kapoor/Facebook Page)
advertisement
বিছানায় যাওয়ার প্রস্তাব: এক সাক্ষাৎকারে কাশিকা কাপুর বলেছেন যে, তিনি মুম্বই এসেছিলেন। অন্তত ১৫০টিরও বেশি অডিশন দিয়েছিলেন। তবে সমস্তটাতেই ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি অভিনেত্রী। তাঁর কথায়, “এরপর এমন একটা সময় এসেছিল, যখন রাত ৩টের সময় এক পরিচালক আমায় ফোন করেছিলেন। বলেন যে, আমি আপনাকে কাজ দেব। কিন্তু তোমাকে আমার সঙ্গে বিছানায় শুতে হবে। আমি এই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিতাম। কারণ আমার মনে হয়েছিল যে, যদি আমি নিজেকে ১০ বছর পর দেখি, তাহলে আমার মনে কোনও অপরাধবোধ থাকা উচিত নয়।” (Photo Courtesy: Kashika Kapoor/Facebook Page)
advertisement
মধ্যরাতে পরিচালকের ফোন: অভিনেত্রীর বক্তব্য, “আমার মনে হত যে, যদি আমি কিছু হতে চাই, তাহলে আমি সেখানে নিজের কঠোর পরিশ্রমের জোরেই পৌঁছব। আমি আরও এগিয়ে যেতে পারি। কাস্টিং ডিরেক্টররা একাধিক বার আমায় কল করতেন। আর আমায় নানা রকম প্রস্তাব দিতাম। কিন্তু আমি প্রত্যাখ্যান করতাম। আমি বুঝতে পারি না যে, এই মানুষগুলি কি শুতে পারে না। এরা ঠিক কী ধরনের মানুষ? যারা না ভেবেচিন্তে গভীর রাতে ফোন করে আর এরকম কথাবার্তা বলে। ওদের লজ্জা হয় না?” (Photo Courtesy: Kashika Kapoor/Facebook Page)
advertisement