TRENDING:

Meerut Murder Case: পাশে নেই পরিবার, মামলা লড়তে সরকারি আইনজীবীর আর্জি সৌরভ হত্যায় ধৃত মুসকানের

Last Updated:

মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। এবারে সরকারি আইনজীবীর দ্বারস্থ হয়েছে মুসকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। এবারে সরকারি আইনজীবীর দ্বারস্থ হয়েছে মুসকান।
মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা ঘটনায় ধৃত মুসকান এবার সরকারি আইনজীবীর আর্জি জানালেন।
মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা ঘটনায় ধৃত মুসকান এবার সরকারি আইনজীবীর আর্জি জানালেন।
advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মুসকানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তাঁর পরিবার এই অবস্থায় আর কোনও উপায় না দেখে সরকারি আইনজীবী চাইছেন সৌরভ হত্যা মামলায় মূল অভিযুক্ত মুসকান। সৌরভ হত্যার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। এরপর থেকেই মুসকানের সঙ্গে আর কোনও ধরনের সম্পর্ক রাখতে চায়নি তাঁর পরিবার। জেলে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে দেখাও করতে আসেনি কেউ।

advertisement

আরও পড়ুন: রাতে হচ্ছে না ঘুম, খাবারেও অরুচি! জেলের মধ্যে কী করে দিন কাটছে মুসকান-সাহিলের?

এই প্রসঙ্গে জেল সুপারিন্টেনডেন্ট বীরেশ রাজ শর্মা জানান, “গতকাল মুসকান আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি তাঁকে দেখা করতে ডাকি। সেই সময় সে জানায় তাঁর পরিবার তাঁর প্রতি বীতশ্রদ্ধ এবং তাঁর হয়ে কোনও মামলা লড়বে না। ফলে সরকারের পক্ষ থেকে কোনও আইনজীবী চাইছে সে। আমরা ইতিমধ্যেই তাঁর আর্জি কোর্টে পাঠিয়েছি কারণ এটা প্রত্যেক বন্দির অধিকারের মধ্যে পড়ে।”

advertisement

আরও পড়ুন: কেন সৌরভের দেহে পচন ধরেনি? ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল হাড়হিম করা তথ্য

অন্যদিকে তাঁদের এই ঘৃণ্য অপরাধের কথা জানার পরেই মুসকান এবং তাঁর প্রেমিক সাহিলের জন্য মৃত্যুদণ্ড চেয়েছে মুসকানের পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জেলে আসার পর থেকেই কার্যত নিঃসঙ্গই রয়েছেন দুজন। কারোর সঙ্গেই দেখা করতে আসেনি কোনও বাড়ির লোক। এছাড়াও, ঘুম এবং খাবারেও অরুচি রয়েছে তাঁদের। অনেকে এই আচরণকে তাঁদের কর্মকাণ্ডের অনুশোচনার কথা ভাবলেও জেল কর্তৃপক্ষ জানাচ্ছে এটা সম্পূর্ণ মাদক ছাড়ার পার্শ্বপ্রতিক্রিয়া। এই প্রসঙ্গে জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, দুজনেই বহুদিন ধরেই মাদক নিতেন। জেলে তা বন্ধ হয়ে যাওয়াতেই এমন অস্বাভাবিক আচরণ করছেন দুজন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case: পাশে নেই পরিবার, মামলা লড়তে সরকারি আইনজীবীর আর্জি সৌরভ হত্যায় ধৃত মুসকানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল