Meerut Murder Case: কেন সৌরভের দেহে পচন ধরেনি? ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল হাড়হিম করা তথ্য

Last Updated:
মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা ঘটনায় উঠে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য।
1/7
মেরঠের আদালতে বাঁদিক থেকে সাহিল (মাথায় গোলাপি তোয়ালে) ও মুসকান (হলুদ তো়য়ালে)৷
মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা ঘটনায় উঠে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য। (প্রতীকী ছবি)
advertisement
2/7
সৌরভকে প্রথমে ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল। যে দোকান থেকে ওষুধটি কেনা হয়েছিল, সেই মেডিকেল স্টোরের বিবৃতিও প্রকাশ্যে এসেছে। ওই মেডিকেল স্টোরের অপারেটরের কাছ থেকে জানা গিয়েছে যে, একজন মহিলা সেখান থেকে ওই ওষুধ কিনেছিলেন। তবে, যে ছুরি দিয়ে খুন করা হয়েছিল, তার বিক্রেতার দাবি, খুনে ব্যবহৃত ছুরিটি তাঁর দোকান থেকে কেনা হয়েছিল কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন!
সৌরভের স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল দুজনে মিলে খুন করে এই যুবককে। আর সৌরভের ময়না তদন্ত রিপোর্টে উঠে এল সেই ভয়াবহতার ছবি। কিন্তু, কেন পচন ধরে নি সৌরভের দেহে? (প্রতীকী ছবি)
advertisement
3/7
 সেই তথ্যই উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। এই রিপোর্টে পাওয়া গিয়েছে, সৌরভের বুকে একের পর এক ছুরির কোপ বসান তাঁর স্ত্রী মুসকান। মোট তিন বার ছুরির কোপ মারে সে। (প্রতীকী ছবি)
সেই তথ্যই উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। এই রিপোর্টে পাওয়া গিয়েছে, সৌরভের বুকে একের পর এক ছুরির কোপ বসান তাঁর স্ত্রী মুসকান। মোট তিন বার ছুরির কোপ মারে সে। (প্রতীকী ছবি)
advertisement
4/7
এই নীল ড্রাম থেকেই উদ্ধার হয় মৃত সৌরভের দেহ৷
এই প্রসঙ্গে, পুলিশ সুপারিন্টেনডেন্ট আয়ুষ বিক্রম সিং জানান, সৌরভেরমুণ্ডু ধড় থেকে আলাদা করে দেওয়া হয় এছাড়াও তাঁর দুটো হাতও কব্জি থেকে কেটে ফেলা হয়। এরপর তাঁর দেহ চার টুকরো করে একটি ড্রামে ভরে ফেলা হয়। (প্রতীকী ছবি)
advertisement
5/7
সৌরভকে দুনিয়া থেকে সরানোই ছিল উদ্দেশ্য, কিন্তু সাহিলকে বিয়ে করতে চায়নি! নবম শ্রেণি ফেল মুসকানের বুদ্ধিতে অবাক পুলিশ
মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, দেহটিকে ধুলো এবং সিমেন্ট দিয়ে পুরো সিল করে দেওয়া হয়। কোনও ধরনের হাওয়ার সংস্পর্শে আসার ফলে কোনও পচন ধরেনি দেহে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
navy-officer-murdered-meerut-wife-lover-cut-body-15-pieces-saurabh-murder-case-body-found-in-drum
ড্রামের মধ্যে দেহ এমনভাবে রাখা ছিল যে এবং এমন ভাবে সিমেন্ট দিয়ে শক্ত হয়ে গিয়েছিল ফলে তা ড্রাম ভেঙে দেহ উদ্ধার করা হয়। (প্রতীকী ছবি)
advertisement
7/7
মার্চেন্ট নেভি অফিসারকে খুন করল তাঁর স্ত্রী এবং প্রেমিক৷
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অচৈতন্য করে প্রথমে সৌরভকে আঘাত করে মুসকান। সৌরভের মৃত্যুর কারণ হিসাবে প্রচণ্ড আঘাত এবং অত্যধিক রক্তক্ষরণই দায়ী বলে মনে করা হচ্ছে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement